রবিবার , ২২শে সেপ্টেম্বর, ২০২৪ , ৭ই আশ্বিন, ১৪৩১ , ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > হরতাল বিরোধী আইন করতে যাচ্ছে বাংলাদেশ

হরতাল বিরোধী আইন করতে যাচ্ছে বাংলাদেশ

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ অবশেষে হরতাল বিরোধী আইন করতে যাচ্ছে বাংলাদেশ। নতুনদিনের সূত্রগুলো বলছে, দশম সংসদের প্রথম অধিবেশনেই হরতাল বিরোধী আইন করার লক্ষ্যে একটি বিল উত্থাপন হতে পারে। ওই বিলের ভিত্তিতেই হরতাল বিরোধী আইন পাস করতে পারে দশম সংসদ।

স্বাধীন হওয়ার পর থেকেই হরতালের মতো আত্মঘাতি রাজনৈতিক কর্মসূচীর কারণে বাংলাদেশের অর্থনীতি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। সাম্প্রতিক সময়ে হরতাল কর্মসূচীর মাধ্যমে অর্থনৈতিক জীবন ক্ষতিগ্রস্ত করা ছাড়াও রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করা, নানান রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িয়ে পড়া নিত্যদিনকার বিষয়ে পরিণত হয়েছে।

এছাড়া, বিভিন্ন রাজনৈতিক দল হরতাল ঘোষণা করে জোরপূর্বক মানুষের একাধিক সাংবিধানিক অধিকার যেমন, চলাচলের অধিকার ক্ষুন্ন করে আসছে। একারণেই, হরতাল বিরোধী আইন প্রণয়নের জন্য সাধারণ মানুষের পক্ষ থেকেও দাবি রয়েছে। এছাড়া, ক্ষমতাসীন দলের অনেক নেতা-কর্মীও নিজেদের রাষ্ট্র পরিচালনার সুবিধার্থে হরতালবিরোধী আইন প্রণয়নে আগ্রহী।

সূত্রগুলো বলছে, হরতাল বিরোধী আইনের মাধ্যমে হরতাল ঘোষণাকে বেআইনী ঘোষণা করা হবে। এই ধরণের বেআইনী কর্মকাণ্ডের জন্য শাস্তির বিধানও রাখা হবে ওই আইনটিতে।