শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > গ্যালারীর খবর > হরতালে প্রভাব ফেলেনি রাজধানীতে

হরতালে প্রভাব ফেলেনি রাজধানীতে

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ মানবতাবিরোধী অপরাধে জামায়াত নেতা কামারুজ্জমানের ফাঁসির রায় আপিল বিভাগে বহাল রাখার প্রতিবাদে হরতাল ডেকে আজও রাজপথে নেই জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা। হরতালের কোনো প্রভাবও দেখা যায়নি জনমনে। স্বাভাবিকভাবে চলছে যানবাহনও।
বুধবার সকাল ৬টা থেকে হরতাল শুরু হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাজপথে যানবাহনের সংখ্যা বেড়েই চলেছে। এ ছাড়া হরতালে সাড়া না দিয়ে সাধারণ মানুষ কর্মস্থালে যাওয়ার জন্য বের হয়েছেন। কোনো কোনো জায়গায় যানজটের সৃষ্টি হয়েছে। সকালে রাজধানীর নতুনবাজার, বাড্ডা, রামপুরা, মালিবাগ, মগবাজার, সাতরাস্তা, যাত্রাবাড়ী, শনিরআখরা, শাহবাগ, প্রেসক্লাব, মতিঝিল, গুলিস্তান এলাকায় হরতালের সমর্থনে কোনো পিকেটিং দেখা যায়নি। রামপুরা এলাকা থেকে রিকশাচালক জাকির বলেন, ‘হরতাল ডেকে সাধারণ মানুষের সঙ্গে তামাশা করছে জামায়াত। কারণ একদিন বসে থাকলে আমাদের মতো সাধারণ মানুষ কী খেয়ে বেঁচে থাকবে?’ তিনি আরো বলেন, ‘দেশের খেটে খাওয়া সাধারণ মানুষের কথা ভেবে সব দলের হরতালের মতো রাজনীতি বন্ধ করা প্রয়োজন।’ গাড়ি চালক সালাউদ্দিন যাত্রাবাড়ী এলাকা থেকে বলেন, ‘হরতাল মানলে তো পেটের খাবার জুটবো না। তাই রাস্তায় এসেছি গাড়ি চালানোর জন্য। রাজনীতিবিদরা আমাদের মতো মানুষের কথা ভাবে না। তাই আমরাও তাদের কথায় ঘরে বসে থাকতে পারি না।’
এদিকে হরতালে অপ্রীতিকর কোনো পরিস্থিতি এড়াতে মঙ্গলবার সন্ধ্যা থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিজিবি মোতায়েন করা হয়েছে। রাজধানীতে বিপুল সংখ্যক আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েনের পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতও মাঠে রয়েছে।