স্টাফ রিপোর্টার ॥
হত্যার হুমকি দেয়া হয়েছে টেন মিনিটস স্কুলের প্রতিষ্ঠাতা আয়মনা সাদিককে।
হুমকির বিষয়টি জানতে পেরে পুলিশ কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) বিভাগ নজরদারি শুরু করেছেন।
সিটিটিসি কর্মকর্তারা জানিয়েছেন, আয়মান সাদিককে হুমকি দেয়া ভিডিওগুলো কারা তৈরি করছে এ বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে।
আয়মান সাদিককে হুমকি দাতাদের সঙ্গে আনসার আল ইসলামের যোগসূত্র আছে। তাদের পরিচালিত বিভিন্ন চ্যানেলে এই ভিডিও আপলোড ও শেয়ার করা হয়েছে বলে জানিয়েছে সিটিটিসি।
দেখা গেছে, টেন মিনিটস স্কুলের বিরুদ্ধে ফেসবুকে আপলোড করা একটি ভিডিও তে শ্রোতা ও দর্শকদের খেপিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। দেখা গেছে, শুধু একটি পেজ থেকে ওই ভিডিও শেয়ার হয়েছে ৯ হাজার ৬০০ বার। এতে প্রতিক্রিয়া দেখান হয়েছে ১৫ হাজার বার এবং মন্তব্য এসেছে ১ হাজার ৩০০টি।
আয়মান সাদিক বলেন, ফেসবুক, ইউটিউব, সব জায়গায় আমাকে মেরে ফেলার জন্য বলা হচ্ছে, টেন মিনিটস স্কুলের অনেককে মেরে ফেলার জন্য বলা হচ্ছে। টেন মিনিটস স্কুলকে বয়কট করার জন্য বলা হচ্ছে।’
আয়মান সাদিক আরও বলেন, ‘এই স্কুলে আছে ১৭ হাজার ৪৪০টি ভিডিও টিউটোরিয়াল। প্রথম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষা, সফটওয়্যার ও প্রফেশনাল স্কিলবিষয়ক এই ভিডিওগুলো বিনা মূল্যে দেখা যায়।’