শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > গ্যালারীর খবর > হজ্বের পরে সমাজের উপর অর্পিত দায়িত্বও পালন করতে হবে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

হজ্বের পরে সমাজের উপর অর্পিত দায়িত্বও পালন করতে হবে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: হজ্ব করলেই হবেনা, হজ্বের পরে সকলকে পরিবার ও সমাজের উপর অর্পিত অনেক দায়িত্ব রয়েছে তা অবশ্যই পালন করতে হবে।

আজ শুক্রবার গাজীপুরে সোসাইটির উদ্যোগে হাজীদের সংবর্ধনা সমাবেশ গাজীপুর চৌরাস্তা নগপাড়া এলাকার সাগর সৈকত কনভেনশন সেন্টারে প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এ্যাড. আ ক ম মোজ্জামেল হক এসব কথা বলেন।

গাজীপুর সোসাইটির সভাপতি এ্যাড. শফিকুল ইসলাম বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানটির উদ্বোধক হিসেবে হাজীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব এ্যাড. মো: জাহাঙ্গীর আলম। এ সময় মেয়র বলেন, অনেক হাজীদের একসাথে পেয়ে আমরা আনন্দিত। হাজীদের দোয়া আল্লাহ তা লা কবুল করেন।

এ সময় গাজীপুর সোসাইটির সাধারণ সম্পাদক এ্যাড. মোস্তফা কামাল হিমুর সঞ্চালনায় গাজীপুর মহানগর আওয়ামীলীগের সহ-দপ্তর সম্পাদক মো: মাজহারুল ইসলামসহ আওয়ামীলীগের নেতৃবৃন্দ, সোসাইটি মেম্বার ও হাজীগণ সহ তাদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন।