শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > হজযাত্রী পরিবহনে বিমানকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

হজযাত্রী পরিবহনে বিমানকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, বিমানে হজযাত্রীদের যাতে কোনো ধরনের হয়রানী কিংবা বিড়ম্বনার শিকার হতে না হয় সে বিষয়ে বিমান বাংলাদেশ এয়ার লাইনসকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।
এ ব্যাপারে কোনো অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
মন্ত্রী বিমানের সিডিউলসহ হজযাত্রী পরিবহনে কোনো ধরনের বিড়ম্বনা আছে কি না তা দেখতে আজ ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শনকালে সংশ্লিষ্টদের এ ব্যাপারে সতর্ক করেন।
মন্ত্রী বিমানে বোর্ডিয়ের জন্য অপেক্ষমাণ হজ যাত্রীদের সাথে কুশল বিনিময় করেন। তিনি বিমানের কাস্টমার সার্ভিসসহ আন্তর্জাতিক কাউন্টার ঘুরে দেখেন।
রাশেদ খান মেনন বিমানের বিভিন্ন সেবা আরো দক্ষতার সাথে সম্পাদনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে বলেন, যাত্রীসেবায় পেশাদারত্ব বাড়াতে হবে। হজযাত্রী সেবায় কোনো ধরনের অবহেলা সহ্য করা হবে না।
বিমানের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. মোসাদ্দেক এ সময় উপস্থিত ছিলেন ।
বেঙ্গলিনিউজটোয়েন্টিফোর.কম