শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > সড়ক দুর্ঘটনায় নিহত ৪

সড়ক দুর্ঘটনায় নিহত ৪

শেয়ার করুন

শ্রীপুর (গাজীপুর) ॥ গাজীপুরের কাপাসিয়া উপজেলার জামিরার চর এলাকায় লেগুনা ও সিএনজিচালিত স্কুটারের মখোমুখি সংঘর্ষের ঘটনায় অজ্ঞাত পরিচয় এক মানসিক প্রতিবন্ধীসহ চারজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুসহ একই পরিবারের তিনজন আহত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে রাজেন্দ্রপুর-কাপাসিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। হতাহত সবাই স্কুটারযাত্রী।
নিহতরা হলেন- নরসিংদী জেলার মনোহরদী উপজেলার চর হাজী খাঁ গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী পারভীন আক্তার (৩৫), একই উপজেলার ইসলাম উদ্দিনের ছেলে স্কুটারচালক ফারুক (২৫), লেবুতলা গ্রামের হেলাল উদ্দিনের ছেলে জসীম উদ্দিন (৩০) ও অজ্ঞাত পরিচয় এক মানসিক প্রতিবন্ধী (আনুমানিক বয়স ৩০ বছর)।
আহতরা হলেন- কাপাসিয়া উপজেলার আড়ালিয়া গ্রামের খোকন মিয়া (৪৫), তার স্ত্রী ফরিদা পারভীন (৩৫) ও তাদের মেয়ে মেরী (২)। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, কাপাসিয়া থেকে গাজীপুরগামী একটি লেগুনা (নং গাজীপুর এ ১১-৫৯৬০) এক মানসিক প্রতিবন্ধীকে সাইড দিতে গিয়ে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত স্কুটারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে স্কুটারটি উল্টে চালকসহ সব যাত্রী আহত হন।
আহতদের উদ্ধার করে কাপাসিয়া হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক অজ্ঞাত পরিচয় এক মানসিক প্রতিবন্ধী (৩০) ও স্কুটারচালক ফারুককে (২৫) মৃত ঘোষণা করেন।
পরে রাত ১টার দিকে এ ঘটনায় আহত পারভীন আক্তার (৩৫) ও জসীম উদ্দিন (৩০) নরসিংদী হাসপাতালে চিকিৎসাধীন মারা যান।
কাপাসিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হুদা সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যুর সত্যতা নিশিচত করে জানান, বাকি আহতদের কাপাসিয়া হাসপাতাল থেকে ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে।