রবিবার , ২২শে সেপ্টেম্বর, ২০২৪ , ৭ই আশ্বিন, ১৪৩১ , ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > সড়ক দুর্ঘটনায় নিহত ১০

সড়ক দুর্ঘটনায় নিহত ১০

শেয়ার করুন

জেলা প্রতিনিধি, রাজবাড়ী ॥ সদর উপজেলার দৌলতদিয়া-খুলনা মহাসড়কের বসন্তপুর এলাকায় দুটি বাসের সংঘর্ষে নারী ও শিশুসহ দশ জন নিহত ও অন্তত ৩০ জন আহত হয়েছেন।

শুক্রবার ভোরের দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিন জন বাস স্টাফ ও এক যাত্রীর পরিচয় জানা গেছে। এরা হচ্ছেন- গ্লোবাল পরিবহনের সুপাভাইজার বাবু ফকির (৩৮), হেলপার জুয়েল (৩৫) ও কাউন্টার মাস্টার পরেশ ও যাত্রী আফসার (৩২) । বাবু ফকিরের বাড়ি ফরিদপুরের মুন্সিবাজার। জুয়েল ও পরেশের বাড়ি বরিশালে বলে জানান বাসের একজন স্টাফ। অন্যদের পরিচয় এখনো জানা যায়নি।

পুলিশ সূত্রে জানা যায়, দৌলতদিয়া-খুলনা মহাসড়কের বসন্তপুরে খুলনা থেকে ঢাকাগামী ঈগল পরিবহনের একটি বাসের সঙ্গে ঢাকা থেকে বরিশালগামী একটি বাসের সংঘর্ষ হয়। এতে দশ যাত্রী নিহত ও আরো অন্তত ৩০ যাত্রী আহত হয়েছেন।

আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জেলার গোয়ালন্দ মোড় হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাজিম উদ্দিন খান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিস কর্মীরা বাস দুটিকে উদ্ধারে কাজ করে যাচ্ছেন।