রবিবার , ২২শে সেপ্টেম্বর, ২০২৪ , ৭ই আশ্বিন, ১৪৩১ , ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > জাতীয় > স্বাস্থ্য শিক্ষা সচিব সস্ত্রীক করোনামুক্ত

স্বাস্থ্য শিক্ষা সচিব সস্ত্রীক করোনামুক্ত

শেয়ার করুন

বাংলাভূমি ডেস্ক ॥
করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব মো. আলী নূর ও তার স্ত্রী পারভীন আক্তার সুস্থ হয়েছেন।

সোমবার (২২ জুন) করোনা পরীক্ষা করান স্বাস্থ্যসচিব। আজ মঙ্গলবার ওই পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. মাইদুল ইসলাম প্রধান এ তথ্য নিশ্চিত করেন।

বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) ৮৬তম ব্যাচের মো. আলী নূর পরিকল্পনা কমিশনের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিটের (সিপিটিইউ) মহাপরিচালক (অতিরিক্ত সচিব) হিসেবে কর্মরত আছেন।

এর আগে তিনি জীবন বীমা করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালকসহ বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছেন।

জীবন বীমার আগে মো. আলী নূর সমাজকল্যাণ মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন।