বুধবার , ১৩ই নভেম্বর, ২০২৪ , ২৮শে কার্তিক, ১৪৩১ , ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > গ্যালারীর খবর > স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বদলির পর সিনিয়র সচিব হলেন আসাদুল

স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বদলির পর সিনিয়র সচিব হলেন আসাদুল

শেয়ার করুন

বাংলাভূমি ডেস্ক ॥
স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে সরিয়ে দেয়ার ৫ দিনের মাথায় মো. আসাদুল ইসলামকে সিনিয়র সচিব হিসেবে পদোন্নতি দিয়েছে সরকার।

মঙ্গলবার (৯ জুন) পরিকল্পনা বিভাগের সচিব আসাদুল ইসলামকে সিনিয়র সচিব করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।

সরকারে এখন সিনিয়র সচিবের সংখ্যা হলো ১৩ জন। সিনিয়র সচিবদের পদমর্যাদা মন্ত্রিপরিষদ সচিব ও সচিবদের মাঝামাঝি।

এর আগে মাস্ক কেনায় কেলেঙ্কারিসসহ নানা সমালোচনার মুখে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব আসাদুল ইসলামকে বদলি করা হয়।

গত ৪ জুন তাকে পরিকল্পনা বিভাগের সচিব হিসেবে বদলি করা হয়। স্বাস্থ্য সেবা বিভাগের নতুন সচিব হিসেবে নিয়োগ পান ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মো. আব্দুল মান্নান।