রবিবার , ২২শে সেপ্টেম্বর, ২০২৪ , ৭ই আশ্বিন, ১৪৩১ , ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > স্বাধীনতা যুদ্ধে আনসার বাহিনীর ভূমিকা গুরুত্বপূর্ণ

স্বাধীনতা যুদ্ধে আনসার বাহিনীর ভূমিকা গুরুত্বপূর্ণ

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: বাঙালির স্বাধীনতা অর্জনে আনসার বাহিনী গুরুত্বপূর্ণ ভুমিকা রেখেছে বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৩৬ তম জাতীয় সমাবেশ ২০১৬ উপলক্ষ্যে গাজীপুরের সফিপুর বাংলাদেশ আনসার ভিডিপি একাডেমিতে বৃহস্পতিবার (ফেব্রুয়ারি ১১) দুপুরে আয়োজিত কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, বাঙালির স্বাধীনতা অর্জনে আনসার বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা অর্জন করেছেন। আনসারের ৬৭০ জন মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন। তারা মুক্তিকামী জনগণের মধ্যে ৪০ হাজার অস্ত্র বিতরণ করে। এ বাহিনীর ২০ জন বীর সদস্য বাংলাদেশের প্রথম সরকার মুজিবনগর সরকারের শপথের দিনে গার্ড অব অনার দিয়েছিল। আমরা তাদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করি।