শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > গ্যালারীর খবর > স্বাধীনতাবিরোধীদের প্রতি ঘৃণা জানাতে তৈরি করা হবে ঘৃণাস্তম্ভ

স্বাধীনতাবিরোধীদের প্রতি ঘৃণা জানাতে তৈরি করা হবে ঘৃণাস্তম্ভ

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥

স্বাধীনতাবিরোধীদের প্রতি ঘৃণা জানাতে ঘৃণাস্তম্ভ তৈরি করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি বলেন, মুক্তিযোদ্ধা দিবসে মানুষ এই স্তম্ভে এসে ৭১ এর রাজাকার, আলবদর, আল শামস ও স্বাধীনতাবিরোধীদের প্রতি তাদের ঘৃণা প্রকাশ করবে। ৭১ এর বর্বরতা মানুষের মন থেকে যেন হারিয়ে না যায়, সেজন্য এই উদ্যোগ নেয়া হয়েছে। বুধবার জাতীয় সংসদে ২০১৭-১৮ সালের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ তথ্য জানান।

মোজাম্মেল হক বলেন, মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান জানাতে স্মৃতিস্তম্ভের মতো স্বাধীনতাবিরোধীদের প্রতি ঘৃণা জানাতে তৈরি করা হবে ঘৃণাস্তম্ভ। এরই মধ্যে এর পরিকল্পনা করা হয়েছে।

তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয়ভাবে আমরা সাভারের জাতীয় স্মৃতিসৌধে যাই। কিন্তু এখন জেলা, উপজেলায় মানুষ শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। শহীদ মিনার অত্যন্ত যৌক্তিক, ভাষা আন্দোলনের পথ ধরেই হয়েছে মুক্তিযুদ্ধ। কিন্তু মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে আলাদাভাবে যেন তাদেরকে স্মরণ করতে পারি, স্বাধীনতা দিবস ও ১৬ ডিসেম্বরে সেখানে গিয়ে যেন শ্রদ্ধা নিবেদন করা যায়, সেজন্য এই স্মৃতিসৌধগুলো তৈরি করা হবে।

তিনি আরও বলেন, ১৯৭১ সালের ঘটনাপ্রবাহ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে মুক্তিযোদ্ধাদের ভাষ্য রেকর্ডে ধারণ করে বই আকারে করার উদ্যোগ নেয়া হয়েছে। পাশাপাশি বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ নিয়ে আন্তর্জাতিক মানের সিনেমা করার জন্য কয়েকটি মন্ত্রণালয়ের উদ্যোগ নেয়া হয়েছে।