শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > স্বল্প মাত্রার দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উ. কোরিয়া

স্বল্প মাত্রার দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উ. কোরিয়া

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা: যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার মধ্যে সোমবার সাগরে স্বল্প মাত্রার দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া।

দেশটির পশ্চিমাঞ্চলীয় নামপো শহর থেকে ৪৯০ কিলোমিটার মাত্রার ক্ষেপণাস্ত্র দুটি কোরিয়া উপদ্বীপ সংলগ্ন সাগরে নিক্ষেপ করা হয়েছিল বলে স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার ওই সামরিক মহড়ায় দশ হাজার সেনা মোতায়েন করা হয়েছে। আগামী আট সপ্তাহ ধরে চলবে এ মহড়া।

এই মহড়ার নিয়ে বরাবরই বিক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে থাকে পিয়ংইয়ং।

এক বিবৃতিতে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ জানিয়েছেন, সোমবার সকালে ক্ষেপণাস্ত্র দুটি উৎক্ষেপণ করেছে পিয়ংইয়ং।

সিউল এবং ওয়াশিংটন এই সামরিক মহড়াকে প্রতিরক্ষমূলক বলে বর্ণনা করলেও একে আগ্রাসনের মহড়া হিসেবে উল্লেখ করেছে উত্তর কোরিয়া। এই যৌথ মহড়ার নিন্দা করে একে দেশটির সার্বভৌমত্বের প্রতি ‘অপ্রচ্ছন্নআক্রমণ’ হিসেবে উল্লেখ করেছে উত্তর কোরিয়া।