শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > স্বর্ণের দাম ভরিতে বাড়ছে ১৮২৪ টাকা

স্বর্ণের দাম ভরিতে বাড়ছে ১৮২৪ টাকা

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: আন্তর্জাতিক বাজারে দাম বাড়ায় দেশের বাজারেও বিভিন্ন ধরনের সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এতে করে প্রতি ভরিতে স্বর্ণের দাম বাড়ছে ১ হাজার ৮২৪ টাকা।

বৃহস্পতিবার বাজুসের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, আগামী শনিবার (১৩ ফেব্রুয়ারি) থেকে নতুন এ দাম কার্যকর হবে।

নতুন দর অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট সোনা কাল থেকে বিক্রি হবে ৪৪ হাজার ৯৪৬ টাকায়। যা এখন বিক্রি হচ্ছে ৪৩ হাজার ১৪০ টাকায়।