শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > বিনোদন > স্বপ্ন পূরণের পথে…

স্বপ্ন পূরণের পথে…

শেয়ার করুন

বিনোদন ডেস্ক ॥
দেশ ও দেশের বাইরে একের পর এক ইভেন্টের উপস্থাপনা করে বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন মডেল-অভিনেত্রী আমব্রিন। বিশেষত বাংলাদেশে ভারতীয় সংগীত তারকাদের বিভিন্ন কনসার্টের হোস্ট হয়ে ব্যাপক আলোচিত হয়েছেন আমব্রিন। এরই ধারাবাহিকতায় এবার তিনি সঞ্চালনা করবেন বলিউডের জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষালের কনসার্টে। বৃহস্পতিবার সকালে মানবজমিনের সঙ্গে আলাপকালে বিষয়টি নিশ্চিত করেছেন আমব্রিন। এ প্রসঙ্গে তিনি বলেন, আমি ভারতীয় নারী শিল্পীদের মধ্যে লতা মঙ্গেশকরের পর শ্রেয়ার বড় ভক্ত। তার গান আমি সবসময়ই শুনি। সে মানুষটার কনসার্টের উপস্থাপনাই করতে যাচ্ছি এবার। বলতে পারেন আমার স্বপ্ন। আর সেটা পূরণ হতে চললো। আশা করছি ভালো একটা অভিজ্ঞতা হবে। উল্লেখ্য, গেল দুই বছরে বিশাল শেখর, অরিজিৎ সিং ও আতিফ আসলামের মতো বড় শিল্পীরা ঢাকায় বিভিন্ন কনসার্টে অংশ নেন। আর সেসব অনুষ্ঠানের উপস্থাপনা করেন আমব্রিন। তিনি জানান, শুক্রবার সন্ধ্যায় রাজধানীর হোটেল ওয়েস্টিনে শ্রেয়া ঘোষালের কনসার্টটি অনুষ্ঠিত হবে। এ অনুষ্ঠানের আয়োজক এটিএন ইভেন্ট। দেশীয় টিভি চ্যানেলে গত কয়েক বছর ধরে উপস্থাপনা করলেও মূলত বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল)-এর সঞ্চালনা করে বেশ আলোচনায়
আসেন আমব্রিন। বিপিএল-এর সর্বশেষ আসরটিও তিনিই উপস্থাপনা করেছেন।  দীর্ঘদিন ধরে মিডিয়ায় কাজ করছেন আমব্রিন। মূলত লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মধ্য দিয়ে মিডিয়া জগতে এসেছেন তিনি। আর এখান থেকেই তার যত প্রাপ্তির গল্প। ক্যারিয়ার শুরুর এ জায়গাটি প্রসঙ্গে আমব্রিন বলেন, লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতা আমার জন্য বিশাল একটা প্ল্যাটফর্ম ছিল। সেখানে শীর্ষ দশ-এ অবস্থান করে এখন মিডিয়ায় নিয়মিত কাজ করছি। সত্যিই ওই প্ল্যাটফর্মটির কাছে আমি অনেক বেশি কৃতজ্ঞ। আজ আমার অবস্থানের পেছনে এর অবদানের কথা অস্বীকার করা যাবে না। তবে আমি আজকের আমব্রিন হতে পেরেছি কিংবা আজ আমার যা অর্জন তার পেছনে আমি অনেক শ্রম দিয়েছি। প্রতিযোগিতা থেকে বেরিয়ে এসে নিয়মিত কাজের পাশাপাশি অনেক শেখা হয়েছে। অনেক জানাও হয়েছে। প্রতিনিয়ত ভালো কাজটা উপহার দেয়ার জন্য নিজেকে রাতে দিনে তৈরি করেছি। সবমিলিয়ে বলবো এই ৯ বছর মিডিয়া ক্যারিয়ারে অনেক পেয়েছি। তবে এখানেই শেষ নয়। আমাকে অনেক দূর যেতে হবে। সেজন্য আরো পরিশ্রম করতে হবে। আমব্রিন পরিশ্রম করছেন। কারণ নিজেকে তিনি নিয়ে যেতে চান অন্য উচ্চতায়। শুধু বাংলাদেশে নয়, বিশ্বমানের উপস্থাপকদের একজন হতে চান আমব্রিন। মানবজমিন