শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > স্পেন-ডাচ ম্যাচে ম্যারাডোনার ভুল ভবিষ্যৎবাণী

স্পেন-ডাচ ম্যাচে ম্যারাডোনার ভুল ভবিষ্যৎবাণী

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক,

খেলা শুরু হয় বাংলাদেশ সময় শুক্রবার রাত ১টায়। তবে তার আগেই স্পেন ও নেদারল্যান্ডসের মধ্যকার খেলার ভবিষ্যৎবাণী করেছিলেন ফুটবলের ‘ঈশ্বর’ বলে খ্যাত দিয়েগো ম্যারাডোনা! নিজের ফুটবল অভিজ্ঞতা থেকে তিনি জানিয়েছিলেন, স্পেন ও ডাচদের খেলা ১-১ গোলে ড্র হবে। কিন্তু খেলা শেষে যে ফলাফল দাঁড়িয়েছে তা দেখে সবারই চোখ ছানাবড়া হওয়ার মতো। নেদারল্যান্ডস ৫-১ গোলে গতবারের বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে বিধ্বস্ত করেছে।

গ্রুপ ‘বি’ এর প্রথম ম্যাচেই মুখোমুখি হয় স্পেন ও নেদারল্যান্ডস। কে জিতবে? ১৯৯০ সালে লোথার মাথেউসের জার্মান বধ করে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো ম্যারাডোনা বলেন, ‘আমার মতে ম্যাচটা ১-১ গোলে শেষ হবে। গ্রুপের শেষ বা নকআউট পর্বের ম্যাচ হলে অবশ্য অন্যরকম কিছু হতো। তবে গ্রুপের প্রথম ম্যাচ হওয়ায় পরিসংখ্যান ও পরিকল্পনার ঝলক দেখা যাবে।’

ম্যাচ কেন ড্র হবে, তারো ব্যাখ্যা দিয়েছিলেন ফুটবলের রাজপুত্র। তিনি বলেন, ‘এই ম্যাচটা ঘিরে প্রত্যাশা খুব বেশি। মানের দিক থেকে ম্যাচটা দারুণ উচ্চতায় উঠবে বলে মনে হয় না। ফাইনাল হলে অবশ্য অন্য কথা ছিল। কারণ যে কোনো একটা দলকে জিততেই হবে।’

কিন্তু ম্যাচ শেষের ফলাফল দাঁড়িয়েছে ঠিক যেন ম্যারাডোনার ভবিষ্যৎবাণীর উল্টোটা। ম্যাচের শুরুর দিকে জাভিআলোনসোর করা পেনাল্টি শট থেকে এগিয়ে যায় স্পেন। গোল খাওয়ার পর ভেঙে পড়েনি কমলা শিবির। বরং প্রতিশোধের মন্ত্রে আরো বেশি শানিত হয়েছে। সেজন্য বিরতির আগেই স্কোরলাইনটাকে ১-১ করে দেন রবিন ভন পার্সি। দুরন্ত হেডে গোল তুলে নেন ম্যানইউ ফরোয়ার্ড। এরপর ১-১ বিরতি নিয়ে দ্বিতীয়ার্ধ থেকে ফিরে আরো ক্ষ্যাপা রুদ খুলিত ও রুড ফন নিলস্টরয়েল অনুজরা। তাই ৫৩ থেকে ৮০ মিনিটের ব্যবধানে স্পেনের জালে জমা হয় আরো চারটি গোল। তাও ইকার ক্যাসিয়াসের মতো বিশ্বসেরা গোলকিপারকে দর্শক বানিয়ে। ডাচদের শেষ চারটি গোল করেন আরিয়েন রোবেন, ভন পার্সি ও ডি ভিজ। এর মধ্যে আবার দুটি করে গোল করেছেন পার্সি ও রোবেন। খেলার ৫৩, ৬৪, ৭২ ও ৮০ মিনিটে লক্ষ্যভেদ করেন তারা।