শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > স্থায়ী পে কমিশন নভেম্বরের শুরুতে

স্থায়ী পে কমিশন নভেম্বরের শুরুতে

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় বেতনস্কেলভুক্ত কর্মকর্তা-কর্মচারীদের জন্য ‘স্থায়ী পে কমিশন’ গঠন করবে সরকার। আর এটি আগামী ১৫ই নভেম্বরের মধ্যেই হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বাংলাদেশ অডিট অ্যান্ড অ্যাকাউন্টস অফিসার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠককালে আজ এ তথ্য জানান। প্রতিনিধিরা সচিবালয়ে তার কার্যালয়ে দেখা করতে যান। এসময় এসোসিয়েশনের নেতাদের মন্ত্রী বিভিন্ন ক্যাডার ও বিভাগের বেতন বৈষম্যের বিষয়গুলো চিহ্নিত করে সমাধানের সুপারিশ করতে ‘পে অ্যান্ড সার্ভিসেস কমিশন’ নামে আলাদা একটি কমিশন হবেও বলে জানান। পরে মন্ত্রী সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জানান, স্থায়ী পে কমিশনের চেয়ারম্যানই পে অ্যান্ড সার্ভিসেস কমিশনের প্রধান হবেন। আর এর মেয়াদ হবে ছয় মাস। প্রয়োজনে পরে মেয়াদ বাড়ানোও যাবে।