সোমবার , ১১ই নভেম্বর, ২০২৪ , ২৬শে কার্তিক, ১৪৩১ , ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > শীর্ষ খবর > স্কাউট ও গার্লস গাইড কার্যক্রম ছড়িয়ে দিতে বললেন প্রধানমন্ত্রী

স্কাউট ও গার্লস গাইড কার্যক্রম ছড়িয়ে দিতে বললেন প্রধানমন্ত্রী

শেয়ার করুন

বাংলাভূমি ডেস্ক ॥
জঙ্গি, সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গড়তে সকল শিক্ষা প্রতিষ্ঠানে স্কাউট ও গার্ল গাইডস কার্যক্রম ছড়িয়ে দেয়ার আহবান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিশু কিশোরদের মানবীয় গুনাবলী নিয়ে গড়ে উঠার আহবানও জানালেন তিনি। বিকেলে গণভবনে, শাপলা কাব অ্যাওয়ার্ড বিতরণ ও গার্ল গাইডস ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে এই আহবান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, নতুন প্রজন্মই পারে দেশকে এগিয়ে নিতে, উন্নত সমৃদ্ধ দেশ গড়তে।

বাংলাদেশ স্কাউটসের শাপলা কাব অ্যাওয়ার্ড বিতরণ ও গার্ল গাইডস এসোসিয়েশন ভবনের উদ্বোধন উপলক্ষ্যে গণভবনে এই আয়োজন। অনুষ্ঠানের শুরুতেই গার্ল গাইডস এসোসিয়েশনের জাতীয় কার্যালয় ও বাংলাদেশ স্কাউটসের শতাব্দি ভবনসহ অন্যান্য উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিশুদের হাতে তুলে দেন শাপলা কাব অ্যাওয়ার্ড।

এসময় প্রধানমন্ত্রী বলেন, নতুন প্রজন্মই পারে দেশকে এগিয়ে নিতে। দেশের জন্য কাজ করে উন্নত সমৃদ্ধ দেশ গড়তে।

অবিভাবকদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, শিশুরা সমাজ সেবায় নিজেকে নিয়োজিত রাখলে মাদক ও সন্ত্রাসমুক্ত থাকবে সমাজ।

পড়া লেখার পাশাপাশি মানুষের কল্যাণে নিজেদের নিয়োজিত করতে শিশু কিশোরদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।সূত্র: বৈশাখী টেলিভিশন