সোমবার , ১১ই নভেম্বর, ২০২৪ , ২৬শে কার্তিক, ১৪৩১ , ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > গ্যালারীর খবর > সৌদি আরবে রোজা শুরু বুধবার

সৌদি আরবে রোজা শুরু বুধবার

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা: আগামী বুধবার থেকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে পবিত্র রমজান মাস শুরু হচ্ছে।

সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি এ তথ্য জানিয়েছে।

সাধারণত সৌদি আরবের একদিন পর বাংলাদেশে পবিত্র রমজানের রোজা শুরু হয়।

মঙ্গলবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্ম প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া। আজ চাঁদ দেখা গেলে কাল থেকে শুরু হবে পবিত্র রমজান মাস।

সোমবার সৌদি আরবের কোথাও রমজানের চাঁদ দেখা যায়নি। এ কারণে বুধবার থেকে রমজান মাস শুরু হবে।

এদিকে, সোমবার সৌদি আরবের একটি উচ্চ পর্যায়ের চাঁদ দেখা কমিটির তথ্য অনুযায়ী দেশটির আদালত বুধবার থেকে রোজা শুরুর ঘোষণা দেয়।

সৌদি আরবের সময় অনুযায়ী কুয়েত, কাতার, বাহারাইন, সংযুক্ত আরব আমিরাত, ওমানেও বুধবার থেকে শুরু হচ্ছে পবিত্র রমজান মাস।

হিজরি সালের রমজান পবিত্র মাস হিসেবে গণ্য করে থাকে বিশ্বের মুসলিম সম্প্রদায়। মাসজুড়ে রোজা রাখার পর উদযাপন করে ঈদুল ফিতর।