বাংলাভূমি ডেস্ক ॥
ঢাকা: সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মঙ্গলবার (১৫ মে) পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। এ কারণে আগামী বৃহস্পতিবার অর্থাৎ ১৭ মে দেশটিতে রোজা শুরু হচ্ছে।
গালফ নিউজ ও আরব নিউজের খবরে এ কথা জানানো হয়েছে। চাঁদ দেখা কমিটির বরাত দিয়ে সংবাদমাধ্যমগুলো জানায়, খারাপ আবহাওয়া ও ধূলির কারণে আকাশে চাঁদ দেখা কঠিন ছিল।
এখন বৈজ্ঞানিক বিভিন্ন প্রতিবেদন থেকে সৌদি আরবের হাইকোর্ট পবিত্র রমজানের প্রথমদিন নির্ধারণ করবে। তবে খবরে এও বলা হয়েছে, বৃহস্পতিবার থেকেই রমজান শুরু হবে সৌদি আরবে।
হিজরি সনের রমজান মাসকে পবিত্র মাস হিসেবে গণ্য করে থাকে সারা বিশ্বের মুসলমানরা। মাসজুড়ে রোজা রাখার পর ঈদুল ফিতর উদযাপন করা হয়।