স্টাফ রিপোর্টার ॥
ঢাকা: মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতের সাবেক আমির গোলাম আযমের মামলার রায় ঘোষণা করা হবে সোমবার। এদিন সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিচ্ছে জামায়াতের ইসলামী।
জামায়াতে ইসলামী বাংলাদেশের একাধিক সূত্র থেকে এ তথ্য জানা গেছে।
স্বাধীনতা যুদ্ধে প্রত্যক্ষ বিরোধিতাকারী দল জামায়াতের দীর্ঘ দিনের আমির গোলাম আযমের রায়ের দিনও হরতাল দিচ্ছে এমনটি জানিয়েছেন জামায়াতের কয়েক জন নেতা।
বিকাল নাগাদ এ ঘোষণা আসতে পারে বলে জানিয়েছে দলের নেতারা।
একাত্তরের মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধে জড়িত যুদ্ধাপরাধীদের বিচারের লক্ষ্যে ২০১০ সালের ২৫ মার্চ গঠিত হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গঠনের ৩ বছর পর এসে ৫ম কোনো অভিযুক্তের মামলার রায় ঘোষণা করা হতে যাচ্ছে।
প্রসঙ্গত, এর আগে জামায়াতের তিন নেতা কাদের মোল্লা, দেলাওয়ার হোসাইন সাঈদী ও কামারুজ্জামানের রায়ে দিনও হরতাল দিয়েছিল স্বাধীনতা বিরোধী এই দলটি।
এবারও সেই কর্মসূচি দিচ্ছে দলটি। অর্থাৎ রায়ে দিন সোমবার হরতাল আর রায় পর্যালোচনা করে রায়ের পরদিন অর্থাৎ মঙ্গলবারও হরতাল দিতে পারে দলটি।