শহীদুল ইসলাম মামুন ফেনী প্রতিনিধি:
ফেনীর সোনাগাজীর পশ্চিম চরদরবেশ গ্রামে স্থানীয় জমিজমা ও পারিবারিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পৈশাচিক নৃশংস ভাবে আবুল হাশেম হত্যা কান্ডে ব্যবহৃত আলামত সহ এজাহার নামিয় ৭ আসামিকে গ্রেফতার করেছে সোনাগাজী মডেল থানা পুলিশ।
বুধবার (২৩এপ্রিল) দিন ব্যাপী অভিযানে বিভিন্ন স্থান থেকে এক,দুই ও তিন নং আসামি সহ হত্যাকান্ডে ব্যবহৃত বোরকা, দেশীয় অস্ত্র সহ ৭জনকে গ্রেফতার করা হয়। এর আগে নিহত আবুল হাশেমের পিতা আব্দুর শুক্কুর বাদী হয়ে ওই গ্রামের ১৩ জনের নাম উল্লেখ করে সোনাগাজী মডেল থানায় মামলা দায়ের করেন।
গ্রেফতার কৃত আসামীরা হলেন, উত্তর চরদরবেশ গ্রামের মৃত সৈয়দ আহম্মেদর পুত্র একনং আসামি আক্তার হোসেন (৩৫), একই গ্রামের কামাল হোসেনের পুত্র মো: রাকিব (২৫), মৃত এনামুল হকের পুত্র মো: সোলাইমান (৪৫), মফিজুল হকের পুত্র শেখ রাসেল, মানিক মিয়ার পুত্র মো : শিপন, চর চান্দিয়া ইউনিয়নের আবু বকর সিদ্দিকের ছেলে, বেলায়েত হোসেন (৩০) চর দরবেশ ইউনিয়নের বিচু মিয়ার ছেলে আবুল হোসেন (৪৬)।
সোনাগাজী থানার এ এসআই তছলিম হোসে জানায়, প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আবুল হাশেম হত্যা কান্ডের এজাহার নামিয় প্রধান আসামি আক্তার হোসেনকে ষ রাতেই নোয়াখালীর চর জব্বার এলাকা থেকে এবং রাসেল, রাকিব, শিপন, সোলাইমান আবুল হোসেনকে চরদরবেশ ইউনিয়ন এলাকা ও ওলামা বাজার থেকে এবং বেলায়েত হোসেনকে দাগনভূঞা থেকে গ্রেফতার করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে এজাহার নামিয় প্রধান আসামি আক্তার হোসেন ও রাকিবের স্বীকারোক্তি মোতাবেক তাদের বসত ঘর থেকে পৈশাচিক নির্মম নৃশংস হত্যা কান্ডে ব্যবহৃত তিনটি বোরকা, ঘটনাস্থলের পাশ থেকে একটি দাও, দুইটি রক্তমাখা লোহার রড, একটি মহিলাদের ওড়না, তিন প্যাকেট বিস্কুট উদ্ধার করা হয় বলে সোনাগাজী মডেল থানা পুলিশ জানায়।
সোনাগাজী মডেল থানার কর্মকর্তা ওসি বায়েজিদ আকন্দ জানান, শ্বাস রুদ্ধকর অভিযান পরিচালনা করে রাতেই আমরা এজাহার নামিয় প্রধান আসামি সহ ৭ জনকে গ্রেফতার করতে সক্ষম হই। বাকী আসামিদের গ্রেফতারে প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গত মঙ্গলবার (২২এপ্রিল) ভোর ৬টায় চরচান্দিয়া ইউনিয়নের ওলামা বাজার সাজেদা ফাউন্ডেশন সংলগ্ন সড়কের ওপর বোরকা পরে দূর্বৃত্তরা আবুল হাশেমকে কুপিয়ে পৈশাচিক নির্মম নৃশংস ভাবে হত্যা করে। এসময় আবুল হাশেমের এক হাত ও এক পা শরীল থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পথচারীরা দেখতে পেয়ে উদ্ধার করে প্রথমে সোনাগাজী সরকারী হাসপাতালে অতঃপর ফেনী হাসপাতালে নিয়ে যায়, অবস্থায় বেগতিক দেখে ঢাকা নেওয়ার পথে আবুল হাশেমের মৃত্যু হয়। নিহত আবুল হাশেম ওই গ্রামের আব্দুর শুক্কুরের পুত্র।