শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > রাজনীতি > সৈয়দ আশরাফের স্ত্রী আর নেই

সৈয়দ আশরাফের স্ত্রী আর নেই

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের স্ত্রী শিলা ইসলাম মারা গেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (২৩ অক্টোবর) বাংলাদেশ সময় সকাল ৮টা ১০ মিনিটে লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি।

সৈয়দ আশরাফুল ইসলামের চাচাতো ভাই অ্যাডভোকেট সৈয়দ আশফাকুল ইসলাম টিটু গণমাধ্যমকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

শিলা ইসলাম লন্ডনের একটি স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষিকা ছিলেন। মৃত্যুকালে তিনি স্বামী, মেয়ে রীমা আশরাফসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সৈয়দ আশরাফের স্ত্রীর মৃত্যুতে যুক্তরাজ্য আওয়ামী লীগ গভীর শোক ও মরহুমের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছে।

জনপ্রশাসমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, তার ভাই শাফায়েতুল ইসলাম ও পরিবারের ঘনিষ্টজনরা এখন লন্ডনে অবস্থান করছেন। হাসপাতালের আনুষ্ঠানিকতা শেষ হলে শিলা ইসলামকে নিয়ে বাংলাদেশের উদ্দেশে রওনা দেবেন তারা।

এর আগে রবিবার (২২ অক্টোবর) সামাজিক যোগাযোগের মাধ্যমে শীলা ইসলামের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লেও তা সঠিক নয় বলে জানান যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী। এ বিষয়ে তিনি বলেন, তার অবস্থা ক্রিটিক্যাল। তবে মারা যাওয়ার খবর সঠিক নয়।

পরে সৈয়দ আশরাফের পরিবারে খোঁজ নিয়ে জানা গেছে, আইসিইউয়ের কোমায় রাখা হয়েছে চিকিৎসাধীন শীলা ইসলামকে। স্ত্রীর আরোগ্যে দেশেবাসীর কাছে জনপ্রশাসনমন্ত্রী দোয়া চেয়েছেন বলে জানায় তার পারিবারিক সূত্রগুলো।

উল্লেখ্য, ক্যান্সারে আক্রান্ত শীলা ইসলামের পরিবারের সদস্যরা দীর্ঘদিন লন্ডনে বসবাস করছেন। এর আগে গত এপ্রিলে জার্মানির একটি হাসপাতালে তাকে ক্যান্সারের চিকিৎসা দেওয়া হয়।