স্টাফ রিপোর্টার ॥
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ সিরিজ সেমিনার করার কর্মসূচি হাতে নিয়েছে। আগামী সেপ্টেম্বর থেকে এই কর্মসূচি পালন করা হবে। এই কর্মসূচির অংশ হিসেবে ২৮ সেপ্টেম্বর আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার জন্মদিনে তার অর্জন, কর্মময় জীবন এবং আন্দোলন সংগ্রামের ওপর সেমনিার ও ডকুমেন্টারি অনুষ্ঠিত হবে। এ ছাড়া ডিজিটাল নির্বাচনী প্রচারণাও চালানো হবে। সেপ্টেম্বর মাসে মোট ৯টি সেমিনার অনুষ্ঠিত হবে।
আজ বুধবার সকালে ধানমন্ডিতে অনুষ্ঠিত আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে ড. হাছান মাহমুদ এসব কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, আগামী জানুয়ারিতে আমরা নির্বাচনী বছরে প্রবেশ করবো। তাই আগে থেকেই প্রস্তুতি নিচ্ছি। ডিজিটাল নির্বাচনী প্রচার প্রচারণা কিভাবে চালানো যায় এ জন্য ৬ সদস্যের একটি সাব কমিটি গঠন করা হয়েছে।
তিনি বলেন, আওয়ামী লীগ নেতা ও সরকারের বিরুদ্ধে বিএনপি প্রচার প্রচারণা চালাচ্ছে তার জবাবও আমরা ডিজিটাল পদ্ধতির মাধ্যমেই দেবো।