রবিবার , ২২শে সেপ্টেম্বর, ২০২৪ , ৭ই আশ্বিন, ১৪৩১ , ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > শীর্ষ খবর > সুফিয়ান বলছেন বাধা, মোসলেম বাহানা

সুফিয়ান বলছেন বাধা, মোসলেম বাহানা

শেয়ার করুন

বাংলাভূমি ডেস্ক ॥
জাসদ নেতা মঈন উদ্দিন খান বাদলের মৃত্যুতে শূন্য হওয়া চট্টগ্রাম-৮ আসনে উপ-নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে সোমবার সকাল ৯টায়। ভোট শুরুর এক ঘণ্টা না যেতেই কেন্দ্রে বহিরাগতদের উপস্থিতি, ভোটারদের বাধা প্রদান ও কেন্দ্রে তাদের এজেন্টদের প্রবেশ করতে না দেয়ার অভিযোগ তুলেছেন বিএনপি প্রার্থী আবু সুফিয়ান। তবে বিএনপি প্রার্থীর এ অভিযোগকে নাকচ করে দিয়ে সরকারদলীয় প্রার্থী মোসলেম উদ্দিন বলেছেন, নির্বাচন থেকে বেড়িয়ে যেতে বাহানা খুঁজছে বিএনপি।

সোমবার সকাল পৌনে ১০টার দিকে নগরের বহদ্দারহাট এখলাসুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই প্রার্থী সাংবাদিকদের এসব কথা বলেন।

বিএনপি প্রার্থী আবু সুফিয়ান অভিযোগ করে বলেন, ‘বহিরাগতরা ভোট কেন্দ্রের চার দিকে অবস্থান নিয়েছে। ভোটার এবং এজেন্টদের ভোট কেন্দ্রে আসতে বাধা দিচ্ছে। এখানে ভোটের সুষ্ঠু পরিবেশ নেই। আমি প্রশাসনকে ভোটের পরিবেশ নিশ্চিত করাসহ বহিরাগতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছি।’

শেষ পর্যন্ত ভোটে থাকার কথা জানিয়ে বিএনপি প্রার্থী সুফিয়ান বলেন, ‘ভোটের মাধ্যমে যদি ফলাফল নির্ধারিত হয়, অবশ্যই সে ফলাফলে আমি পরাজিত হলেও মেনে নেব। তবে ভোট ডাকাতি বা অন্য কোনো উপায় যদি অবলম্বন করা হয়, তবে তা মানার কোনো প্রশ্নই আসে না।’

বিএনপি জেতার জন্য নির্বাচনে অংশ নিচ্ছে অভিযোগ করে আওয়ামী লীগ প্রার্থী মোসলেম উদ্দিন বলেন, ‘আসলে বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছে না। তারা বলছে আন্দোলনের অংশ হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছে। তাদের এজেন্ট এসে বসলে, রিটার্নিং অফিসার নিশ্চয়ই তাদের বসাবে। তারা নিজেরাই নির্বাচনের জন্য নেই। এজন্য একটা বাহানা খুঁজছে। তারা জানে, লোকজন যেভাবে নৌকার পক্ষে মাঠে নেমেছে, তাতে তাদের ভরাডুবি হবে। সেই আশঙ্কা থেকেই এসব কথা বলছে।’

নিজের জয়ের বিষয়ে শতভাগ আশাবাদ ব্যক্ত করে মোসলেম উদ্দিন বলেন, ‘মানুষ জানে এ নির্বাচনে সরকার পরিবর্তন হবে না। এ নির্বাচন নিয়ে মানুষ আশা করছে, যেসব উন্নয়ন কাজ চলমান আছে সেগুলো আরও এগিয়ে যাবে।’

জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান বলেন, ‘ইভিএমে প্রথম ভোট। তাই কারিগরি সহযোগিতার জন্য প্রতিটি কেন্দ্রে সেনাবাহিনীর দুইজন করে সদস্য রয়েছে। পরিস্থিতি বিবেচনায় ১০১টি কেন্দ্রে মধ্যে ৫৮টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। এরমধ্যে ১৮টি অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। এ কেন্দ্রগুলোতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত আছে।’

জাসদ নেতা মঈন উদ্দিন খান বাদলের মৃত্যুতে শূন্য হওয়া চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচনে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দিন আহমদ, বিএনপির মনোনীত প্রার্থী চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) চেয়ারম্যান এস এম আবুল কালাম আজাদ, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সৈয়দ মোহাম্মদ ফরিদ উদ্দিন, ন্যাপের বাপন দাশগুপ্ত ও স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ এমদাদুল হক।