বুধবার , ১৩ই নভেম্বর, ২০২৪ , ২৮শে কার্তিক, ১৪৩১ , ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > গ্যালারীর খবর > সুপ্রিম কোর্টের ঘটনায় সুষ্ঠু তদন্ত হওয়া দরকার অ্যাটর্নি জেনারেল

সুপ্রিম কোর্টের ঘটনায় সুষ্ঠু তদন্ত হওয়া দরকার অ্যাটর্নি জেনারেল

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥ গত ২৯ ডিসেম্বর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীদের সঙ্গে আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মারামারি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনার সুষ্ঠু তদন্ত হওয়া দরকার বলে মনে করেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

মঙ্গলবার অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন।

রাজনৈতিক স্বার্থে দেশের সর্বোচ্চ আদালতের অপব্যবহার করাকে অনভিপ্রেত হিসেবে আখ্যায়িত করে তিনি বলেন, “গত ২৯ তারিখ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে যা ঘটেছে তা অনাকাঙ্ক্ষিত। এ বিষয়ে সুষ্ঠু তদন্ত হওয়া দরকার। বাইরে থেকে এসে কেউ আদালতকে রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য ব্যবহার করবে, তা কখনোই গ্রহণযোগ্য হতে পারে না।”

তিনি আরো বলেন, “কারো যদি রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে থাকে, সেক্ষেত্রে তিনি আদালতের বাইরে গিয়ে গিয়ে আন্দোলন করতে পারেন, কিন্তু ভেতরে ঢুকে এমন ঘটনা ঘটানো উচিত নয়।”