সোমবার , ১১ই নভেম্বর, ২০২৪ , ২৬শে কার্তিক, ১৪৩১ , ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > গ্যালারীর খবর > সুন্দরবনে ‘বন্দুকযুদ্ধে’ ৩ ডাকাত নিহত

সুন্দরবনে ‘বন্দুকযুদ্ধে’ ৩ ডাকাত নিহত

শেয়ার করুন

জেলা প্রতিনিধি, বাগেরহাট ॥ সুন্দরবনে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ৩ ডাকাত নিহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে ১৬টি বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে সুন্দরবন চাঁদতাই রেঞ্জের তাম্বুলবুনিয়া খালে এ ঘটনা ঘটেছে।

নিহত ডাকাতরা হলেন- কাদের ও কল্যাণ। তাদের বয়স ৩০-৩৫ বছরের মধ্যে। এদের মধ্যে একজনের নাম জানাতের পারেনি র‌্যাব। নিহত তিনজনই ওই এলাকার শীর্ষ ডাকাত বাহিনীর সদস্য।

র‌্যাব ৮-এর উপ অধিনায়ক আনোয়ারুল কাদির ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলামেইলকে জানান, র‌্যাব সদস্যরা তাম্বুলবুনিয়া খাল এলাকায় টহল দেয়ার সময় বনের মধ্যে থেকে ধোয়া ও বনডাকাতদের ব্যবহৃত একটি ওয়াচ টাওয়ার দেখতে পান। র‌্যব এই ওয়াচ টাওয়ারের দিকে এগুতে থাকলে ডাকাতরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি শুরু করে। র‌্যাবও পাল্টা গুলি করে।

প্রায় আধাঘণ্টা চলা এ বন্দুকযুদ্ধে উভয় পক্ষে প্রায় ৩ শতাধিক রাউন্ড গুলি বিনিময় হয়। এক পর্যায়ে বনডাকাতরা পিছু হটে সুন্দরবনের গহিনে পালিয়ে যায়।

পরে র‌্যাব ওই এলাকায় তল্লাশি চালিয়ে ৩ ডাকাতের মৃতদেহ ও ১৬টি বিভিন্ন ধরণের অস্ত্র উদ্ধার করে।

নিহত ডাকাতদের মধ্যে বড় কাদের, কল্যাণ ও একজন অজ্ঞাত বলে স্থানীয় জেলেরা সনাক্ত করেছে। এখনও অভিযান অব্যহত রয়েছে বলে তিনি জানান।