শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > সুন্দরগঞ্জে যৌথবাহিনীর গুলিতে আহত শিবির কর্মীর মৃত্যু

সুন্দরগঞ্জে যৌথবাহিনীর গুলিতে আহত শিবির কর্মীর মৃত্যু

শেয়ার করুন

জেলা প্রতিনিধি, গাইবান্ধা ॥ গাইবান্ধার সুন্দরগঞ্জের খানাবাড়িতে যৌথবাহিনীর গুলিতে আহত শিবির কর্মী সোহানুর রহমান সোহাগ (১৭) মারা গেছেন। সে সুন্দরগঞ্জ উপজেলার রামভদ্র রাজবাড়ি গ্রামের শফিকুল কাজীর ছেলে।
পারিবারিক সূত্র জানায়, সোমবার দিনগত রাত পৌনে ৩টার দিকে গোপনে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। গ্রেফতার এড়াতেই গোপনে চিকিৎসা নিচ্ছিল সোহাগ।
স্থানীয় সূত্র জানায়, সুন্দরগঞ্জ উপজেলায় গত শনিবার রাতে ১২টা থেকে রোববার সকাল পর্যন্ত আসামি ধরতে যৌথবাহিনীর সদস্যরা অভিযান চালায়। এ সময় জামায়াত-শিবিরকর্মীরা বাধা দিলে শুরু হয় সংঘর্ষ। পরিস্থিতি সামাল দিতে যৌথবাহিনী রাবারবুলেট, টিয়ারশেল ও গুলি ছুড়ে। এতে শিবিরকর্মী সোহাগ গুলিবিদ্ধ হন। তিনি গোপনে চিকিৎসা নিচ্ছিলেন। সেখানেই তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম ময়নুল ইসলাম জানান, এ ব্যপারে আমাদের এখনো কিছু জানানো হয়নি।