শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > আন্তর্জাতিক > সীমান্ত হামলার তাৎক্ষণিক এবং উপযুক্ত জবাব দেবে পাকিস্তান : খাজা আসিফ

সীমান্ত হামলার তাৎক্ষণিক এবং উপযুক্ত জবাব দেবে পাকিস্তান : খাজা আসিফ

শেয়ার করুন

আর্ন্তজাতিক ডেস্ক ॥
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, সীমান্ত হামলার তাৎক্ষণিক এবং উপযুক্ত জবাব দেয়া হবে। পাকিস্তানের আদম শুমারির দলকে লক্ষ্য আফগানিস্তানের সীমান্তরক্ষী বাহিনীর গুলি বর্ষণে নারী ও শিশুসহ ১০ জন নিহত এবং ৪৭ জন আহত হওয়ার ঘটনার একদিন পর এ মন্তব্য করেন তিনি।

পাশাপাশি সন্ত্রাসবাদ নির্মূলে আফগানিস্তানের সঙ্গে পারস্পরিক সহযোগিতার ওপরও গুরুত্বারোপ করেন তিনি। শিয়ালকোটে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময়ে এ সব কথা বলেন তিনি। তিনি আরো বলেন, টেকসই শান্তি প্রতিষ্ঠার জন্য পারস্পরিক সহযোগিতার প্রয়োজন রয়েছে। আফগানিস্তানের সঙ্গে সম্পর্কোন্নয়নে পাকিস্তান আন্তরিক প্রচেষ্টা অব্যাহত রাখবে বলেও জানান তিনি।

অবশ্য পাকিস্তান গভীর ভাবে সীমান্ত পরিস্থিতির ওপর নজর রাখছে বলে জানান তিনি। তিনি বলেন, ভৌগলিক সীমান্ত রক্ষায় পাকিস্তান প্রস্তুত। পাকিস্তান থেকে সফলভাবে সন্ত্রাসবাদ নির্মূলের কথা উল্লেখ করে তিনি আরো বলেন, তার দেশ বিশ্বে টেকসই শান্তি প্রতিষ্ঠায় অগ্রগামী ভূমিকা পালন করছে।

সূত্র : পিটিভি