শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > সীতাকুন্ডের পাহাড়ে পেট্রোলবোমা-আগ্নেয়াস্ত্র, আটক ৩

সীতাকুন্ডের পাহাড়ে পেট্রোলবোমা-আগ্নেয়াস্ত্র, আটক ৩

শেয়ার করুন

জেলা প্রতিনিধি, সীতাকুন্ড ॥ চট্টগ্রামের সীতাকুণ্ডের নুনাছড়া পাহাড়ে রাতে অভিযান চালিয়ে পেট্রোলবোমা, ককটেল, বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র-গুলি উদ্ধারের দাবি করেছে পুলিশ। এই অস্ত্র-বোমার মজুদদারির সাথে জড়িত সন্দেহে তিনজনকেও আটক করা হয়েছে।
পুলিশ জানায়, শনিবার রাত ১২টা থেকে রোববার ভোর রাত ৪টায় পর্যন্ত সীতাকুন্ডের ইয়াকুব নগরের নুনাছড়া পাহাড়ে অভিযান চালিয়ে এই অস্ত্র ও বোমাগুলো উদ্ধার করা হয়।
এদিকে ঘটনাস্থল থেকে কাউকে আটক করা হয়নি জানালেও অস্ত্র ও বোমার মজুদারির সঙ্গে সম্পৃক্ত সন্দেহে ওই এলাকার বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক ও শিবিরের ২ কর্মীকে আটক করা হয়েছে। তবে তাদের নাম নিশ্চিত করেনি পুলিশ।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) এম শহিদুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার রাত ১২টা থেকে রোববার ভোর ৪টা পর্যন্ত সীতাকুণ্ডের ইয়াকুবনগরের নুনাছড়া পাহাড়ে অভিযান চালায় পুলিশ। এ সময় ৭০টি পেট্রোলবোমা, ৫০টি ককটেল, ১০টি আগ্নেয়াস্ত্র, তিনটি রকেট প্লেয়ার, ২৪ রাউন্ড গুলি ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
এসব অস্ত্রের চালানের সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে।
পুলিশের এই কর্মকর্তা জানান, ওই এলাকায় অভিযান অব্যাহত রাখা হবে। এ ছাড়া অস্ত্র ও বোমা উদ্ধারসহ তিনজনকে আটকের বিষয়ে পরে আরো বিস্তারিত জানানো হবে।