বাংলাভূমি২৪ ডেস্ক ॥
সিলেট: বিনামূল্যে সিলেট বিভাগে বিভিন্ন পয়েন্টে ইন্টারনেট সেবা দিতে ৪৩টি ‘ইন্টারনেট এক্সপেরিয়েন্স জোন’ চালু করছে দেশের সর্ববৃহৎ মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন। ইন্টারনেট ব্যবহারে গ্রাহকদের অভিজ্ঞতা দেওয়ার জন্য এ উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।
প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত এসব ইন্টারনেট এক্সপেরিয়েন্স জোন থেকে গ্রাহকরা বিনামূল্যে ইন্টারনেট সেবা পাবেন। গ্রাহকদের কথা বিবেচনা করে থানা পর্যায়েও এই সেবা নিশ্চিত করছে গ্রামীণফোন।
এই পয়েন্টগুলো থেকে যে কোনো ওয়েবসাইটে ভিজিট করে তথ্যসংগ্রহ, ভাইবার, স্কাইপিসহ নানাধরণের ভিডিও অ্যাপ্লিকেশনের মাধ্যমে ভিডিওকল, অনলাইনে গান শোনা এবং ইউটিউব থেকে ছোট ছোট ভিডিও দেখার সুবিধা পাবেন গ্রাহকরা।
সব পর্যায়ের গ্রাহক যেন সমান সুযোগ পান সেজন্য একজন গ্রাহক প্রতিদিন ২৫ মিনিট এই ইন্টারনেট ‘এক্সপেরিয়েন্স’ (অভিজ্ঞতা) জোন ব্যবহার করতে পারবেন।
এ বিষয়ে গ্রামীণফোন সিলেট অঞ্চলের প্রধান এম শাওন আজাদ বলেন, ‘বাংলাদেশের প্রায় সব এলাকা মোবাইল ইন্টারনেট নেটওয়ার্কের আওতায় থাকলেও ইন্টারনেট সম্পর্কে সচেতনতার অভাব রয়েছে। তাই ইন্টারনেট এক্সপেরিয়েন্স জোনগুলো থেকে অসংখ্য মানুষ ইন্টারনেট সম্পর্কে হাতে-কলমে জানতে পারবে। এর সুবিধাগুলোকে তাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করতে উদ্বুদ্ধ হবে। আর গ্রামীণফোনের প্রত্যেক গ্রাহককে দ্রুতগতির ইন্টারনেট সেবা দেওয়ার জন্য আমরা তৈরি আছি’।
সিলেট অঞ্চলে যেসব স্থানে এই সুবিধাগুলো পাওয়া যাবে-
সিলেট সদর এলাকায়: সিটি থাই অ্যান্ড মারুফ টেলিকম, ১৯ মসজিদ মার্কেট, ইসলামপুর; সাইরাস এন্টারপ্রাইজ, নিউ মেডিকেল রোড, কাজলশাহ, ওসমানীনগর; মোবাইল ফেয়ার, শাহেদ শপিং সেন্টার, বাতাশর ব্যাজার; রিমা মিউজিক এন্ড টেলিকম, নীপবন আবাসিক এলাকা, শাহপরান রোড, খাদিমনগর; স্কাই কম্পিউটার নেট, মিডল্যান্ড শপিং কমপ্লেক্স, ব্লক-ই, মেইন রোড শাহজালাল উপশহর; গহরপুর টেলিকম, টিলাঘর; গ্যালাক্সি নেট, মালিক কমপ্যাথ, আম্বরখানা; অ্যাডকম সিস্টেমস্, লামাবাজার; গোল্ডেন মোবাইল সিটি, ২৪, (দ্বিতীয় তলা) করিমউল্লাহ্ মার্কেট, বন্দর বাজার।
সিলেট জেলার অন্য এলাকার মধ্যে বিয়ানীবাজারের চারখাইবাজারে দি মোবাইল পার্ক, বম্বাই মার্কেট, মোবাইল সেন্টার ২, কলেজ রোড, বিয়ানীবাজার; জান্না টেলিকম, আলী কমপ্লেক্স, পুরান বাজার, বিশ্বনাথ; মোবাইল ফেয়ার, শাহেদ শপিং সেন্টার, জালালাবাদ ক্যান্টনমেন্ট, বিশ্বনাথ; এম/এস মন্তাজ স্টোর, ১৯ নং এন জি এফ এফ মার্কেট, ফেঞ্চুগঞ্জ; স্টার ওয়ার্ল্ড টেলিকম, ৯/১০ নূর ম্যানশন, গোলাপগঞ্জ; নোহা টেলিকম এন্ড ফুডস, সামি প্লাজা, কলেজ রোড, গোলাপগঞ্জ; মোবাইল লিঙ্ক, কলেজ রোড, গাসবাড়ি, কানাইঘাট; এভার গ্রীন টেলিকম, সি এন জি স্ট্যান্ড, কলেজ রোড, কানাইঘাট; মা মোবাইল সেন্টার, হোসিয়ার আলী শপিং কমপ্লেক্স, দাস পাড়া রোড, গোয়ালাবাজার, ওসমানী নগর; মেসার্স জাহেদ অ্যান্ড সন্স মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্স, ১,২ ও ৩ নং লেইস সুপার মার্কেট, স্টেশন রোড, সাউথ সুরমা; আজিম স্টোর, টুটা মিয়া শপিং কমপ্লেক্স, নাজিরবাজার, সাউথ সুরমা।
হবিগঞ্জ সদর ও অন্যান্য: পিয়াম টেলিকম, কালীবাড়ি রোড, সদর; শামিম টেলিকম, কোর্ট স্টেশন রোড, সদর; গ্রামীণ টেলিকম, ১ নং হাজী কমপ্লেক্স, পোস্ট অফিস রোড, দাউদনগর বাজার, সদর; রুপালি পল্লী ফোন, আল ইশরাক কমপ্লেক্স, গনিগঞ্জ বাজার, বানিয়াচঙ; মাসুম টেলিকম, মাদ্রাসা মার্কেট, চুনারুঘাট; নুপুর কম্পিউটার এন্ড টেলিকম, কাপড়পট্টি, মাধবপুর বাজার; শাহী মিডিয়া, নয়াবাজার, সায়হামনগর, মাধবপুর; বোরাক মোবাইল ফোন, ১ নং কামাল ইউনুস শপিং সেন্টার, ওসমানী রোড, নবিগঞ্জ।
মৌলভীবাজার ও অন্যান্য: ম্যাক্স ইলেকট্রনিক্স, ১৬৬ সেন্ট্রাল রোড; মোবাইল ভিউ, ১১৫১/৩ এস আর প্লাজা, সাইফুর রহমান রোড, সদর; নজরুল মোবাইল জোন, ৪১-৪২ জলি ম্যানশন, বড়লেখা; বন্ধন সু স্টোর, কামিনিগঞ্জ বাজার, জুড়ি; রাফায টেলিকম অ্যান্ড ট্রেড, ছাতলাপুর, শমসেরনগর বাজার, কামালগঞ্জ; এস ই মোবাইল ভিউ, ১ নং খাজা ম্যানশন, দক্ষিণ বাজার; কুলাউরা; পদশ্রী সু অ্যান্ড টেলিকম সেন্টার, ভৈরবগঞ্জ বাজার, শ্রীমঙ্গল।
সুনামগঞ্জ সদর ও অন্যান্য: টেলি ওয়ার্ল্ড, আহসান ম্যানশন, মুক্তারপাড়া রোড; ড্যাফোডিল টেলিকম, ষোলঘর পয়েন্ট, সদর; টি আর টেলিকম, তালুকদার মার্কেট, জাওয়া বাজার, ছাতক; ইতি টেলিকম, গোবিন্দগঞ্জ পয়েন্ট গেট মার্কেট, ছাতক; জে এস ট্রেডার্স, থানা রোড, দিরাই; হক মোবাইল সেন্টার, ২ নং রে সুপার মার্কেট, জগন্নাথপুর বাস স্ট্যান্ড, জগন্নাথপুর; নিউ ওয়ার্ল্ড কমিউনিকেশন, মদ্ধি বাজার, জামালগঞ্জ; রাতুল টেলিকম, ৫ নং মসজিদ মার্কেট, সাচনা বাজার, জামালগঞ্জ।
ইন্টারনেট এক্সপেরিয়েন্স জোন ছাড়াও সিলেট অঞ্চলে বিস্তৃত প্রায় দুইশ’ ইন্টারনেট পয়েন্ট থেকে গ্রাহকরা সব ধরণের গ্রামীণফোন পণ্য কিনতে ও বিক্রয়োত্তর সেবা গ্রহণ করতে পারবেন। বাংলানিউজটোয়েন্টিফোর.কম