সিলেট: সিলেটে জোড়া খুনের মামলায় আটজনের যাবজ্জীবনসহ মোট ১২ জনকে বিভিন্ন মেয়াদে দণ্ড দিয়েছেন আদালত। এছাড়া নির্দোষ প্রমাণিত হওয়ায় একই মামলায় চারজনকে মুক্তি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে সিলেটের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন- ছাতকের বৌলা গ্রামের আব্দুস শহীদ, আব্দুস সোবহান, আবুল কাওছার, সোনা মিয়া, লাল মিয়া, আব্দুল্লাহ, হিরা মিয়া ও নিন্দু মিয়া। পাশাপাশি তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয়মাস কারাভোগ করতে হবে।