শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > সিলেটে অভিভূত সাকিব

সিলেটে অভিভূত সাকিব

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক ॥ বিজয় দিবস ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিতে শনিবার সিলেট আসেন টুর্নামেন্টে অংশ নেয়া চার দলের ৫৫ জন ক্রিকেটার। বিমানবন্দর থেকে একে একে বেরিয়ে আসছিলেন জাতীয় দলের অধিনায়ক মুশফিকুর রহীম, সহ-অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ, মুমিনুল হক, মাশরাফি বিন মর্তুজাসহ সময়ের সেরা তারকারা। তবে এদেরকে ছাড়িয়ে উপস্থিত সকলের চোখ খুঁজে ফিরছিল আরও একজনকে! প্রশ্ন আসতেই পারে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকা মানুষটি কে? কে আবার! সাকিব আল হাসান। বিশ্বের সেরা অলরাউন্ডার সেদিন আসেননি সবার সঙ্গে। ব্যক্তিগত কাজে আটকা পড়ায় খেলতে পারেননি প্রথম ম্যাচও। যার ফল ভোগ করতে হয় প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে। টুর্নামেন্ট শুরুর দিনে মোহামেডানের কাছে হার মানতে বাধ্য হয় সাকিববিহীন প্রাইম ব্যাংক। শুরুতেই ব্যাকফুটে চলে যাওয়া প্রাইম ব্যাংকের হাল ধরতে অবশেষে এলেন নায়ক। সোমবার টুর্নামেন্টের দ্বিতীয়দিন আবাহনী-মোহামেডান ম্যাচ যখন চলছিল তখনই মাঠে এসে ঢোকেন বিশ্বসেরা অলরাউন্ডার। সিলেট বিভাগীয় স্টেডিয়ামের ভরা গ্যালারি মুহূর্তেই হয়ে ওঠে আরও প্রাণোচ্ছল। সাকিব সাকিব ধ্বনিতে ব্যাট-বলের বাংলাদেশ সেরা পারফরমারকে সিলেটে স্বাগত জানায় দর্শক। নেটে কিছু সময় নিজেকে ঝালিয়ে নেয়ার পর প্রাইম ব্যাংকের কাণ্ডারি সহযোদ্ধাদের নিয়ে মাঠে নামেন। এদিকে তাকে এবং তার দলকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত তামিম ইকবালের ইউসিবি-বিসিবি একাদশ। সাকিব দলে মানেই অন্যরা উজ্জীবিত। অধিনায়ককে কাছে পেয়ে তামিমের দলকে আটকে দেন মাত্র ১২৩ রানে। সহজ এই লক্ষ্যের পেছনে ছুটতে গিয়ে প্রাইম ব্যাংকের শুরুটাও ভাল হয়নি। তাতে সাকিব আছেন না! তরুণ সাব্বির রুম্মানকে সঙ্গী করে যেভাবে বাইশ গজ শাসন করলেন তাতে শুরুর ধাক্কা কাটিয়ে দল জয়ের বন্দরে। এবার শুনুন সাকিবকে নিয়ে দর্শক উন্মাদনার কথা। প্রাইম ব্যাংককে জয়ের কাছাকাছি নিয়ে যখন আউট হন সাকিব সঙ্গে সঙ্গেই গ্যালারি শূন্য হয়ে যায়! তাকে নিয়ে দর্শক উন্মাদনার জবাব সাকিব দিয়েছেন গতকাল। টিম হোটেল সিলেটের রোজভিউয়ে বিকালে সাংবাদিকদের মুখোমুখি হন বিশ্বসেরা অলরাউন্ডার। সেখানেই তার কণ্ঠে ঝরে সিলেটের দর্শকদের প্রশংসা। বললেন, সিলেটে এমন ক্রিকেট উন্মাদনা দেখে আমি অভিভূত। এখানের দর্শকরা খুবই স্পোর্টিং। দর্শকের এমন ক্রিকেট ভালবাসা সিলেট তথা দেশের ক্রিকেটের জন্য ইতিবাচক দিক। সিলেটের মাঠ, উইকেট এবং আউটফিল্ড সম্পর্কে সাকিব বলেন, এটা খুবই ভাল দিক যে, আমরা নতুন একটা মাঠ পেয়েছি। সিলেট এমনিতেই অনেক সুন্দর এলাকা। মাঠের চারদিকের প্রাকৃতিক সৌন্দর্য আমার কাছে খুব ভাল লেগেছে। উইকেটটাও যথেষ্ট ভাল। তবে আউটফিল্ডের আরও উন্নতি করার দরকার আছে বলে মনে হয়েছে। সব মিলিয়ে নতুন এই মাঠ দেশের ক্রিকেটের জন্য ইতিবাচক বলেই মনে করছেন সাকিব।