শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > সিরিয়া সংঘাত: জেনেভা শান্তি আলোচনা স্থগিত

সিরিয়া সংঘাত: জেনেভা শান্তি আলোচনা স্থগিত

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা: সিরিয়ায় গত পাঁচ বছর ধরে চলা সংঘাত অবসানে জেনেভায় চলমান শান্তি আলোচনা সাময়িকভাবে স্থগিত করেছে জাতিসংঘ। আলোচনা থেমে যাওয়ায় দেশটির সরকার ও বিরোধী গোষ্ঠীগুলো এখন পরস্পরকে দোষারোপ করছে বলে বিবিসি জানিয়েছে।

তবে আলোচনা এখনো ব্যর্থ হয়নি দাবি করে জাতিসংঘের বিশেষ দূত স্টাফান ডে মিসচুরা বলছেন, চলতি মাসের ২৫ তারিখে নতুন করে আলোচনা শুরু হবে।

এদিকে জেনেভা আলোচনা বন্ধ হয়ে যাওয়ার জন্য এখন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ এবং রাশিয়ার সমালোচনা করছে ফ্রান্স ও যুক্তরাষ্ট্র। তাদের এই বক্তব্যের সঙ্গে দ্বিমত প্রকাশ করেছে খোদ সিরিয়ার বিরোধী পক্ষ। বিরোধীদের একজন মধ্যস্থতাকারী বলছেন, রুশ বিমান হামলা বন্ধে যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের উচিত কেবল বক্তব্য দেয়ার বাইরেও কিছু করা।

জেনেভায় শান্তি আলোচনা থেকে কোন সিদ্ধান্ত না আসায় সিরিয়ার সরকার ও বিরোধী এই দুই উভয় পক্ষই এখন পরস্পরকে দোষারোপ করছে।