শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > সিরিয়ায় তেল শোধনাগারে বিমান হামলায় নিহত ৩০

সিরিয়ায় তেল শোধনাগারে বিমান হামলায় নিহত ৩০

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
সিরিয়ায় ইসলামিক স্টেট (আইএস) পরিচালিত একটি তেল শোধানাগারে মার্কিন বিমান হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। রোববার তুর্কি সীমান্তবর্তী আবিয়াদ শহরের উত্তরপূর্ব দিকে অবস্থিত ওই তেল শোধনাগারে এ হামলার ঘটনা ঘটে। বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের প্রধান রামি আব্দুল রহমান জানান, নিহতরা সবাই তেল শোধনাগারের কর্মী ও আইএস সদস্য।
সিরিয়া ও ইরাকের বিশাল এলাকা দখলে নিয়েছে আইএস। তারা সেসব এলাকায় খেলাফত ঘোষণা করেছে। সংগঠনটি সিরিয়ার তেল-উৎপাদনকারী অঞ্চল উত্তর ও পশ্চিমাঞ্চল দখলে নিয়েছে। তেল শোধানগারগুলো আইএসের অর্থের যোগান দেয়।