শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > সিডনিতে ‘সুবসা’র বার্ষিক সাধারণ নির্বাচন অনুষ্ঠিত

সিডনিতে ‘সুবসা’র বার্ষিক সাধারণ নির্বাচন অনুষ্ঠিত

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥

সিডনি (অস্ট্রেলিয়া) : গত ১৮ মার্চ (শুক্রবার) সিডনির প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সিডনি বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন সুবসার (Sydney University Bangladeshi Student Association) বার্ষিক সাধারণ নির্বাচন ও বারবিকিউ পার্টি অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদ চত্বরে বিভিন্ন ফ্যাকাল্টিতে অধ্যায়নরত ছাত্র-ছাত্রীরা নির্বাচনে অংশগ্রহণ করেন। উক্ত সাধারণ সভায় সুসান ফেরদৌস (পিএইচডি শিক্ষার্থী, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং) সভাপতি এবং মাহবুবুল হাকিম (পিএইচডি শিক্ষার্থী, ব্যবসায় শিক্ষা) সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হন।

নতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেন-মাকসুদা সুলতানা (পিএইচডিশিক্ষার্থী, সমাজবিজ্ঞান ও সামাজিক নীতি) সহ-সভাপতি, সাবিনা ইয়াসমিন (পিএইচডি শিক্ষার্থী, পদার্থবিদ্যা) সহ-সাধারণ সম্পাদক, অনুপ কুমার রয় (পিএইচডি শিক্ষার্থী, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং) কোষাধ্যক্ষ, হুমাইরা নুর (পিএইচডি শিক্ষার্থী, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং) সাংস্কৃতিক এবং সামাজিক অফিসার, আরিফ খান (পিএইচডি শিক্ষার্থী, সিভিল ইঞ্জিনিয়ারিং) ওয়েব এবং মাল্টিমিডিয়া অফিসার , শারমিন সন্ধ্যা (পিএইচডি শিক্ষার্থী, পদার্থবিদ্যা) মেম্বারশিপ ডেভেলপমেন্ট অফিসার। নতুন কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ পরিচালনা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ড. এনামুল হক।

উল্লেখ্য, ২০১২ সালের ২৭ সেপ্টেম্বর মাসে সুবসা প্রথম গঠিত হয়। বাংলাদেশি সংস্কৃতির চর্চা ও লালন, বিদেশিদের কাছে বাংলাদেশকে উপস্থাপন করার পাশাপাশি প্রবাসে পারষ্পরিক সহযোগিতার মনোভাব নিয়ে সুবসা গঠিত হয়। নবগঠিত কমিটি বাংলাদেশি সংস্কৃতিকে বহির্বিশ্বের মাঝে তুলে ধরার অঙ্গীকার নিয়ে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে।

সভায় আরও উপস্থিত ছিলেন প্রাক্তন সভাপতি শেখ নাইম ফয়সাল, ইভেন্ট অর্গানাইজার মো. হাবিবুল্লাহ, জহিরুল ইসলাম প্রমুখ। যেকোনো পরামর্শ, দিক নির্দেশনার জন্য যোগাযোগ করা যাবে: bsa.unisydney@gmail.com।