সোমবার , ১১ই নভেম্বর, ২০২৪ , ২৬শে কার্তিক, ১৪৩১ , ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > সিটি নির্বাচনেই সরকার পতন: খন্দকার মাহবুব

সিটি নির্বাচনেই সরকার পতন: খন্দকার মাহবুব

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা: সরকারকে হুঁশিয়ার করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বার কাউন্সিল অ্যাসোসিয়েশনের সভাপতি খন্দকার মাহবুব হোসেন বলেছেন, “শেখ হাসিনা একের পর এক চমক সৃষ্টি করেছেন। ১২ বছর পর ঢাকা সিটি করপোরেশন নির্বাচন দিচ্ছেন। আসন্ন এই নির্বাচনের মাধ্যমে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসবে। সেখান থেকে ফিরে আসার সুযোগ নেই। সরকার পতন করেই তারা ঘরে ফিরবে।”

শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাব ভিআইপি লাউঞ্জে শিক্ষক কর্মচারী ঐক্যজোট আয়োজিত ‘গুম হত্যা পেশাজীবী নির্যাতন বাক-স্বাধীনতা ও ভোটাধিকার হরণ বন্ধে স্বাধীনতার চেতনা বাস্তবায়ন’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সরকারের উদ্দেশে খন্দকার মাহবুব বলেন, “বিএনপির নেতাকর্মীদের হত্যা, গুম, মিথ্যা মামলা ও গ্রেফতার করে আপনারা সিটি করপোরেশন নির্বাচনে বিজয় অর্জনে বাধা দিতে পারবেন না। এই নির্বাচনের মাধ্যমে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসবে। সেখান থেকে ফিরে আসার সুযোগ নেই। আপনাদের পতন করেই তারা ঘড়ে ফিরবে।”

তিনি বলেন, “দেশের মানুষ রাজনৈতিকভাবে খুবই সচেতন। সরকার ভেবেছিল তারা পেট্রলবোমা মারবে, আর সে দোষ বিএনপি ও ২০ দলীয় জোটের হবে। সেভাবেই তারা প্রচার করেও আসছিল। পাশাপাশি বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে শত শত মানুষকে হত্যা ও পঙ্গু করা হচ্ছে সেটা প্রচার করছে না। এর জন্য বাংলাদেশের মানুষ সরকারকে ক্ষমা করবে না। একদিন বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে বাধ্য করবে, দেশের মানুষ আপনাদের ক্ষমা করবে না।”

মাহাবুব বলেন, “বিএনপি যদি নির্বাচনে না যেত তাহলে সরকার বিদেশীদের বলতো বিএনপির জনসমর্থন নেই। তারা পেট্রেলবোমা, জঙ্গিবাদী দলে পরিণত হয়েছে। সে সুযোগ সরকার পাবে না। আর জেল দিয়ে জুলুম করে আইন শৃঙ্খলাবাহিনী দিয়ে অতীতে কোনো রাজনৈতিক দল ক্ষমতায় থাকতে পারেনি। এই সরকারও পারবে না।”

সালাউদ্দিনের নিখোঁজ প্রসঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর উদ্দেশে বিএনপির চেয়ারপারসনের এই উপদেষ্টা বলেন, “সালাহউদ্দিনকে খুঁজে বের করতে আমরা হাইকোর্টে রিট আবেদন করেছিলাম। সেই অনুযায়ী আইন শৃঙ্খলা বাহিনী আদালতে এসে জানালো তারা নাকি তার খোঁজ জানে না। অথচ তাকে খুঁজে বের করা আইন শৃঙ্খলা বাহিনীরই দায়িত্ব। এই যদি হয় তাদের চেহারা, তাহলে কি তারা সেখানে ঘাস কাটার জন্য রয়েছে।”

এ সময় সিটি নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে জানিয়ে পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রুহুল আমিন গাজী বলেন, “বিএনপি গণতান্ত্রিক রাজনৈতিক দল। আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে তারা অংশ নেবে। সরকারকে তার আগে নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে হবে। তবে একদিকে নির্বাচনের কথা বলবে, অন্য দিকে গ্রেফতার, হামলা-মামলা করবে এমন হতে পারে না।”

সভায় সংগঠনের অতিরিক্ত মহাসচিব মো. জাকির হোসেনের সভাপতিত্বে আরো বক্তব্য দেন- ড্যাবের মহাসচিব এ জেড এম জাহিদ হোসেন, অ্যাবের ভাইস প্রেসিডেন্ট রিয়াজুল ইসলাম রিজু, ড্যাবের যুগ্ম-মহাসচিব রফিকুল ইসলাম বাচ্চু, জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের মহাসচিব রফিকুল ইসলাম প্রমুখ। নতুন বার্তা ডটকম