বুধবার , ১৩ই নভেম্বর, ২০২৪ , ২৮শে কার্তিক, ১৪৩১ , ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > সারাদেশ > সিটির পর জেলায় স্মার্ট কার্ড : গাজীপুরে ইসি

সিটির পর জেলায় স্মার্ট কার্ড : গাজীপুরে ইসি

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥

গাজীপুর : দেশের প্রথম নারী নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম বলেছেন, সিটি করপোরেশনে স্মার্ট কার্ড সরবরাহের পর পর্যায়ক্রমে জেলাগুলোতে প্রদানের পদক্ষেপ নেওয়া হচ্ছে।

তিনি বলেন, পহেলা ডিসেম্বর একযোগে ৩৭টি জেলায় স্মার্ট কার্ড বিতরণ উদ্বোধন করা হবে।

মঙ্গলবার গাজীপুরের বঙ্গতাজ অডিটরিয়ামে জাতীয় পরিচয়পত্রের স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে নির্বাচন কমিশনার এ কথা বলেন।

ঢাকা বিভাগীয় নির্বাচন কর্মকর্তা রকিব উদ্দিন মন্ডলের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইসি সচিব হেলালুদ্দীন আহমদ, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কেএম রাহাতুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান মো. আখতারুজ্জামান, জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর, জেলা নির্বাচন কর্মকর্তা মো. তারিফুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার রাসেল শেখ প্রমুখ।