স্পোর্টস ডস্ক ॥
চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল। দুই লেগের খেলা। ঘরে ও পরের মাঠে। পরের মাঠে গোল করতে পারেনি তারায় তারায় সাজানো রিয়াল মাদ্রিদ। গেলো রাতে গোল করতে পারেনি নিজের মাঠেও। তারপরও চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে স্প্যানিশ জায়ান্ট ক্লাবটি। ফার্নান্দোর আত্মঘাতী গোলে রিয়ালকে জিতিয়ে প্রথমবার সেমিফাইনালে উঠে আসা ম্যানচেস্টার সিটি পড়লো ছিটকে। দুই লেগ মিলিয়ে এই ১-০ গোলের অ্যাগ্রগেটেই ফাইনালে রিয়াল।
২৮ মে স্যান সিরোতে ফাইনাল। এবার অল স্প্যানিশ ফাইনাল। ঠিক দুই বছর আগের মতো এবারও মুখোমুখি রিয়াল মাদ্রিদ ও আতলেতিকো মাদ্রিদ। মাদ্রিদের দুই ক্লাবই লড়বে ইউরোপের শ্রেষ্ঠত্বের মুকুটের জন্য। দুই বছর আগে ফাইনালে হারের শোধ নেয়ার লক্ষ্য থাকবে আতলেতিকোর। তারা ফাইনালে এসেছে বায়ার্ন মিউনিখকে হারিয়ে। রিয়াল জিতলে রেকর্ড ১১তম শিরোপা হবে তাদের। আতলেতিকো জিতলে তাদের প্রথম।
ক্রিস্তিয়ানো রোনালদো ২০ এপ্রিলের পর আবার মাঠে ফিরলেন। সেমিফাইনালের প্রথম লেগ মিস করা রোনালদোর সাথে গ্যারেথ বেল ছিলেন। ইনজুরির কারণে অবশ্য ছিলেন না করিম বেনজিমা। ইংলিশ ক্লাব ম্যানসিটি শুরুতেই বিপদে পড়ে। তাদের অধিনায়ক ভিনসেন্ট কোম্পানি ১০ মিনিটের মাথায় ইনজুরিতে পড়ে মাঠ ছাড়েন। সান্তিয়াগো বার্নাবুতে মানিয়ে নিতে কষ্ট হচ্ছিল ম্যানসিটির। এর মধ্যে দানি কারভায়ালের ক্রস থেকে উড়ে আসা বলে হেড করলেন রোনালদো। ক্রসবার বাঁচালো ম্যানসিটিকে।
২০ মিনিটে গোলকিপার জো হার্ট অবশ্য বিমুঢ় হয়ে গেলেন। বেলের ডান পায়ের ক্রস থেকে উড়ে আসা বল ক্লিয়ার করতে চেয়েছিলেন ফার্নান্দো। কিন্তু তার ছড়ানো পায়ে লেগে হার্টকে ফাঁকি দিয়ে বল গিয়ে জড়ায় জালে। দুর্ভাগ্য ম্যানসিটির। জেসাস নাভাস দ্রুত জবাব দিতে চেয়েছিলেন। কিন্তু রিয়াল গোলকিপার কিলর নাভাস তৈরি ছিলেন। বিরতির আগে পেপে ভেবেছিলেন দ্বিতীয় গোলটা তিনি করেছেন! অফ সাইড পতাকায় স্বপ্নভঙ্গ হয়েছে তার।
বাকি ৪৫ মিনিটে ১ গোল করলেও ম্যানসিটি প্রথমবারের মতো ওঠে ফাইনালে। কিন্তু হোসে রদ্রিগেজ, লুকা মদ্রিচরা ম্যান সিটির প্রান্তে ত্রাস ছড়িয়ে গেলেন। রোনালদোর হেডে উড়ে আসা বলকেও বাঁচান হার্ট। রাহিম স্টার্লিংকে নামানো হলো। তবু আক্রমণে গতি পেলো না ম্যানসিটি। বেলের হেড থেকে বল ক্রসবারে লাগলো। রোনালদোর হাতে লেগে বল জালে জড়ালো। আগুয়েরোকে শেষে একটু চেনা গেলো। কিন্তু গোল পেলেন না। শেষ বাঁশি জানিয়ে দিয়ে গেলো শেষ ম্যানসিটির চ্যাম্পিয়ন্স লিগ স্বপ্ন যাত্রা।