শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > শীর্ষ খবর > সিইসিকে বিতর্কিত করার চেষ্টা করছে ঐক্যফ্রন্ট: আইনমন্ত্রী

সিইসিকে বিতর্কিত করার চেষ্টা করছে ঐক্যফ্রন্ট: আইনমন্ত্রী

শেয়ার করুন

বাংলাভূমি ডেস্ক ॥
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদাকে বিতর্কিত করার চেষ্টা করছেন ঐক্যফ্রন্টের নেতাকর্মীরা বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মঙ্গলবার দুপুরে মনোনয়নপত্র দাখিল করতে এলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, সিইসি বিতর্ক হওয়ার মতো এমন কোনো কাজ করেননি। তিনি অত্যন্ত সুষ্ঠুভাবে নির্বাচন কমিশন পরিচালনা করছেন। তাদের কথাগুলো অমূলক।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী আরও বলেন, খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন নেয়া হয়েছে। তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন কিনা, এ ব্যাপারে আদালত সিদ্ধান্ত নেবেন।

এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক, অধ্যাপক জয়নাল আবেদীন, আবুল কাশেম ভূঁইয়া, সেলিম ভূঁইয়া এবং দলীয় অঙ্গসহযোগী যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।