শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > সালাহ উদ্দিনকে জোর করে ভর্তি করানো হয় মেন্টাল হাসপাতালে

সালাহ উদ্দিনকে জোর করে ভর্তি করানো হয় মেন্টাল হাসপাতালে

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা : মঙ্গলবার ভারতের মেঘালয় রাজ্যের রাজধানী শিলংয়ের রাস্তায় ঘোরাঘুরি করা অবস্থায় আটক বিএনপিদর দনিখোঁজদ যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদকে আটক করে মানসিক হাসপাতালে নিয়ে গেছে সেখানকার পুলিশ। তার অসংলগ্ন কথাবার্তায় অপ্রকৃতস্থ ভেবে মেঘালয় ইনস্টিটিউট অব মেন্টাল হেলথ অ্যান্ড নিউরোসায়েন্সে জোর করে ভর্তি করানো হয় তাকে।
nullsalauddin-ahamed-bengalinews2485095_1
সালাহ উদ্দিনকে জোর করে ভর্তি করানো হয় মেন্টাল হাসপাতালে
ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সংবাদপত্র দ্য নর্থ ইস্ট টুডে সালাহউদ্দিনের ছবিসহ এ সংক্রান্ত একটি সংবাদ প্রকাশ করে।
হাসপাতালে নেওয়া অবস্থায় সালাহউদ্দিনের যে ছবিগুলো পাওয়া গেছে তার একটিতে হুইল চেয়ারে বসে চাদর দিয়ে মুখ ঢেকে চেহারা আড়াল করতে দেখা গেছে তাকে।
অপর ছবিটিতে মুখ দেখা যাচ্ছে তার। হুইল চেয়ারে বসেই কাউকে হাত নেড়ে কিছু বোঝাচ্ছেন বলে মনে হয় ছবি দেখে।
দুদমাসেও বেশি সময় ধরে দনিখোঁজদ সালাহউদ্দিনকে ঐ হাসপাতালে পরীক্ষা করে মানসিকভাবে সুস্থ পাওয়ায় বর্তমানে শিলং সিভিল হাসপাতালের ট্রায়াল প্রিজনার সেলে রাখা হয়েছে বলে জানিয়েছে পত্রিকাটি।