শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > সালাহ উদ্দিনকে অক্ষত অবস্থায় ফিরিয়ে দিন

সালাহ উদ্দিনকে অক্ষত অবস্থায় ফিরিয়ে দিন

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
বেলজিয়াম: বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে অক্ষত অবস্থায় ফিরিয়ে দেয়ার দাবি জানিয়েছে বেলজিয়াম শাখা বিএনপি।

রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বেলজিয়াম শাখা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুর রাজ্জাক সাজা মিয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন বাবু এ দাজি জানান।

বিবৃতিতে তারা বলেন, ‘সালাহ উদ্দিন আহমেদ ১১ দিন ধরে নিখোঁজ থাকার পরেও যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিথ্যা বক্তব্য দেন তখন স্বাধীন জাতি হিসেবে আমাদের লজ্জা লাগে। তাকে উদ্ধারে যথাযথ ব্যবস্থা না নিয়ে উল্টো অসত্য তথ্য দিয়ে বিভ্রান্তি ছড়ানো কোনভাবেই কাম্য নয়।’

বিবৃতিতে নেতৃবৃন্দ আরো বলেন, ‘আমরা বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর নিখোঁজের ঘটনা ভুলে যাইনি। এম ইলিয়াস আলীর স্ত্রী ও সন্তানরা প্রধানমন্ত্রীর সাহায্য চেয়েছিলেন। কিন্তু আজ পর্যন্ত ইলিয়াস আলীকে সরকার ফিরিয়ে দেয়নি। ঢাকা সিটি করপোরেশনের জনপ্রিয় কমিশনার চৌধুরী আলমসহ অসংখ্য নেতাকর্মী ও সাধারণ মানুষ গুম, খুন, অপহরণ ও নির্যাতন এবং বিচারবর্হিভূত হত্যাকাণ্ডের শিকার হচ্ছে।’

বিবৃতিতে বলা হয়, ‘আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে রাতের অন্ধকারে সশস্ত্র অবস্থায় সাদা পোশাকে মাইক্রোবাসে করে উঠিয়ে নিয়ে যাচ্ছে রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ জনগণকে। উন্নত প্রযুক্তি ব্যবহার করে অপরাধীদের মোবাইল ট্রেকিং করে সন্ত্রাসীদের ধরার পরিবর্তে সরকার রাজনৈতিক নেতাকর্মীদের উপর তা প্রয়োগ করছে। ইতোমধ্যে সুইজারল্যান্ড সরকার বাংলাদেশে উন্নত প্রযুক্তির মোবাইল ট্রেকিং যন্ত্রের চালান রাজনৈতিক নেতাকর্মীদের উপর ব্যবহারের কারণে রপ্তানি স্থগিত করেছে।’

বিবৃতিতে তারা বলেন, ‘অবিলম্বে সালাহ উদ্দিন আহমেদকে অক্ষত অবস্থায় তার পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার দাবি জানাচ্ছি। অন্যথায় এর দায় সরকারকেই নিতে হবে।’

বিবৃতিতে সাক্ষর করেন বেলজিয়াম শাখা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুর রাজ্জাক সাজা, সাবেক সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন বাবু, মনোয়ার হোসেন মুন্না, আলী জাহাঙ্গীর, সৈয়দ মাহমুদ আক্কাছ, আবুল হাসনাত সামছুল, রকিব হাসান, গোলাম নবি শ্যামল, জসিম মোল্লা, মোয়াজ্জেম, আবুল হোসেন, বাতেন বাচ্চু, হারুন অর রশিদ, ফখরুল, মমো, ফারুক মোল্লা, বাপ্পি, সোহেল, জসিম, ফিরোজ মোল্লা প্রমুখ।