স্টাফ রিপোর্টার ॥
ঢাকা: চলমান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে হতাহতের পরিসংখ্যান তুলে ধরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীআহমদ বলেছেন, তৃতীয় দফা নির্বাচনে সরকারের সন্ত্রাসী বাহিনীর তান্ডবে ১২ জন নিহত এবং অর্ধশতাধিক লোক গুলিবিদ্ধ হয়েছে।সারা দেশে যেন খুনের মহোৎসব চলছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙ্গে পড়ায় দেশ মৃত্যুপুরিতে পরিণত হয়েছে।
সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ এ অভিযোগ করেন।
প্রথম ও দ্বিতীয় দফা নির্বাচনের মতো তৃতীয় দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনের পর দেশ জুড়ে আওয়ামী সন্ত্রাসীদের তান্ডব চলছে বলে অভিযোগ করেন তিনি।
রিজভী আহমেদ বলেন, তৃতীয় দফা নির্বাচনে সরকারের সন্ত্রাসী বাহিনীর তান্ডবে ১২ জন নিহত এবং অর্ধশতাধিক লোক গুলিবিদ্ধ হয়েছে। সারা দেশে খুনের মহোৎসব চলছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙ্গে পড়ায় দেশ মৃত্যুপুরিতে পরিণত হয়েছে।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজদ, যুব দলের সাংগঠনিক সম্পাদক আ ক ম মোজ্জামেল হক, স্বেচ্ছাসেবক দলের যুগাম সাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম প্রমুখ।