শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > সারাদেশে ৪৮ ঘণ্টার হরতাল চলছে

সারাদেশে ৪৮ ঘণ্টার হরতাল চলছে

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥ বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা বর্ধিত ৪৮ ঘণ্টার হরতাল শুরু হয়েছে। তবে ভোর সাড়ে ৬টা পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার বিকেলে বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ৪৮ ঘণ্টা হরতাল বাড়ানোর ঘোষণা দেওয়া হয়।
ফলে গত রোববার থেকে শুরু হওয়া টানা ৭২ ঘণ্টার হরতাল বুধবার ভোর ৬টায় শেষ হওয়ার কথা থাকলেও তা শুক্রবার ভোর ৬টা পর্যন্ত চলবে।
গত চার সপ্তাহ ধরেই প্রথমে রোববার থেকে বুধবার ৭২ ঘণ্টার হরতাল ডাকা হয়। পরে তা ৪৮ ঘণ্টা করে বাড়ানো হয়
গত ৫ জানুয়ারি থেকে সারা দেশে লাগাতার অবরোধ পালন করে আসছে ২০ দলীয় জোট। ফেব্রুয়ারির শুরু থেকেই সাপ্তাহিক ছুটির দুই দিন বাদে প্রতিদিনই হরতাল পালন করে আসছে।