শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > শীর্ষ খবর > সারাদেশে ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস

সারাদেশে ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: প্রবল বজ্রমেঘের ঘনঘটা বৃদ্ধির কারণে পরবর্তী ৪৮ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও দমকা/ঝড়ো হাওয়াসহ ভারি (৪৪-৮৮ মি.মি.) থেকে অতিভারি (>৮৯ মি.মি.) বর্ষণ হতে পারে।

এরইমধ্যে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বর্ষণ শুরু হয়েছে। কালো মেঘে ছেয়ে গেছে আকাশ। যেনো দিনের বেলা ‘রাতের আঁধার’। ফলে পথ চলতে যানবাহনগুলোকে হেডলাইট জ্বালাতে হচ্ছে। রাজশাহীর উপর দিয়ে সকালেই কালবৈশাখী ঝড় বয়ে গেছে। এতে একজনের প্রাণহানির খবর পাওয়া গেছে।

এছাড়া দুর্ঘটনা এড়াতে দেশের বিভিন্ন এলাকায় নৌ ও ফেরি চলাচল সাময়িক বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।