স্টাফ রিপোর্টার ॥
ঢাকা: ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শেষে চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে নতুন ভোটার অন্তর্ভুক্ত হয়েছেন ৪৪ লাখ ৩২ হাজার ৯২৭ জন।
এর মধ্যে পুরুষ ভোটার ২৩ লাখ ৩২ হাজার ৬৯৫ জন এবং নারী ভোটার ২১ লাখ ২৩২ জন। অর্থাৎ নতুন তালিকায় পুরুষ ভোটারের চেয়ে দুই লাখ ৩২ হাজার ৪৬৩জন নারী ভোটার কম অন্তর্ভুক্ত হয়েছে।
এছাড়া হালনাগাদে মৃত ভোটার কর্তন করা হয়েছে সাত লাখ ৩৫ হাজার ৮৭১ জন। এনিয়ে দেশের সর্বমোট ভোটার সংখ্যা দাঁড়ালো নয় কোটি ৯৮ লাখ ৯৮ হাজার ৫৫৩জন।
এর মধ্যে পুরুষ ভোটার পাঁচ কোটি তিন লাখ ২০ হাজার ৩৬২জন ও নারী চার কোটি ৯৫ লাখ ৭৮ হাজার ১৯১জন।
রোববার চূড়ান্ত ভোটার তালিকার এসব তথ্য জানিয়েছে ইসি।
আইন অনুযায়ী দাবি-আপত্তি নিষ্পত্তি শেষে ৩১ জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা জেলা-উপজেলা ও অনলাইনে প্রকাশ করা হয়েছে।
ইসি সচিবালয়ের সচিব মো. সিরাজুল ইসলাম জানান, আমরা চেষ্টা করেছি সকল যোগ্য নাগরিককে ভোটার করতে। তারপরও যারা কোনো কারণে বাদ পড়েছেন তাদেরকে সারাবছরই ভোটার করা হবে। যে কোনো সময় জেলা বা উপজেলা নির্বাচন অফিসে আবেদন করে ভোটার হতে পারবেন তারা।
তিনি বলেন, হালনাগাদে নারী ও পুরুষ ভোটারের ব্যবধান কমানোর চেষ্টা করা হয়েছে। তারপরও কিছু কিছু স্থানে নারী ভোটার কম হয়েছে। পরবর্তীতে এ বিষয়ে আরো সতর্ক পদক্ষেপ গ্রহণ করা হবে।