বাংলাভূমি২৪ ডেস্ক ॥ দাঙ্গায় জড়িতরা শাস্তি পাবেই : মনমোহনের ঘোষণাযাযাদি ডেস্ক ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং সাম্প্রদায়িক দাঙ্গাকে তার দেশের গণতন্ত্রের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে অভিহিত করেছেন। সোমবার ভারতের জাতীয় সংহতি পরিষদ বা এনআইসির বৈঠক উদ্বোধনের সময় এ কথা বলেন তিনি। উল্লেখ্য, ভারতের সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে সাধারণত এনআইসির বৈঠক অনুষ্ঠিত হয়। তবে এবারের এই বৈঠকে গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী রমন সিং যোগ দেননি। তথ্যসূত্র : এনডিটিভি, জি-নিউজ
বৈঠকে মনমোহন সিং বলেন, সাম্প্রদায়িক দাঙ্গায় যে দলেরই লোক জড়িত থাকুক না কেন, তাদের গ্রেপ্তার করে অবশ্যই শাস্তির আওতায় আনা হবে। উত্তরপ্রদেশের মুজাফফরনগরে দাঙ্গার দিকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী মনমোহন বলেন, সাম্প্রদায়িক সহিংসতা বা দাঙ্গা থেকে কেউ সুবিধা নেবেন না। নির্বাচনের আগে সরকারকে বেকায়দায় ফেলতে অনেকে কৃত্রিম সঙ্কট তৈরি করছে। তিনি সবাইকে সতর্ক করে দিয়ে বলেন, যে যত বড় শক্তিশালী রাজনীতিকই হোক না কেন, যে দলেরই লোক হোক না কেন, সে শাস্তি পাবেই। দাঙ্গা থেকে কাউকে কোনো রাজনৈতিক সুবিধা নিতে দেয়া হবে না।
উল্লেখ্য, মুজাফফরনগরের সাম্প্রতিক হিন্দু-মুসলিম দাঙ্গায় অন্তত ৫০ জন নিহত হয়। এছাড়া ঘরবাড়ি হারা হয়েছে প্রায় ৪০ হাজার লোক।