রবিবার , ২২শে সেপ্টেম্বর, ২০২৪ , ৭ই আশ্বিন, ১৪৩১ , ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > সাভারে শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত অর্ধশত

সাভারে শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত অর্ধশত

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥ সাভারে পোশাক শ্রমিক ও পুলিশের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে ৫০ জনেরও বেশি আহত হওয়ার খবর পাওয়া গেছে। সংঘর্ষ চলাকালে ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এসময় ২০/২৫টি গাড়ি ভাংচুর করে শ্রমিকরা।
রোববার সকাল আটটার দিকে সাভারের উলাইল এলাকায় ফায়ার সার্ভিস-এর একটি সাইনবোর্ড পাশ্ববর্তী আল-মুসলিম গার্মেন্টসের এক শ্রমিকের ওপর পড়ে। এতে বিক্ষুব্ধ শ্রমিকরা ফায়ার সার্ভিসের অফিস ও গাড়ি ভাংচুর চালায়। এ সময় পুলিশ বাধা দিলে সংঘর্ষ শুরু হয়।
একপর্যায়ে ঢাকা-আরিচা মহাসড়কেও অবস্থান নিয়ে বিক্ষোভ করে শ্রমিকরা। এসময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শতাধিক রাউন্ড টিয়ার শেল ও রাবার বুলেট ছুড়ে। এসময় ২০/২৫টি গাড়ি ভাংচুর ও একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় ঢাকা-আরিচা মহসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
সকাল সাড়ে ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত সংঘর্ষ চলছিল।
ঢাকা জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান তুচ্ছ ঘটনার জের ধরে শ্রমিকদের উস্কানি দিয়ে মহল বিশেষ পরিস্থিতি ঘোলাটে করতে চাইছে। এ ঘটনার নেপথ্যে জামায়াত-শিবিরের ইন্ধন রয়েছে কি-না, তা খতিয়ে দেখা হচ্ছে বলেও তিনি জানান।