বুধবার , ১৩ই নভেম্বর, ২০২৪ , ২৮শে কার্তিক, ১৪৩১ , ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > সাভারে শ্রমিক অসন্তোষ, নিরাপত্তাকর্মী-শ্রমিক সংঘর্ষ, আহত ১৫

সাভারে শ্রমিক অসন্তোষ, নিরাপত্তাকর্মী-শ্রমিক সংঘর্ষ, আহত ১৫

শেয়ার করুন

সাভার প্রতিনিধি ॥ সরকারের গঠিত মুজুরী বোর্ডের ঘোষিত বেতন কাঠামো মালিকপক্ষ প্রত্যাখ্যানের প্রতিবাদে সাভারে ২য় দিনেও বিক্ষোভ করেছে কয়েকটি তৈরী পোশাক কারখানার শ্রমিক। বৃহস্পতিবার সকালে সাভারের হেমায়েতপুর হরিণধরা এলাকার স্ট্যান্ডার্ড গ্রুপের শামস্ স্টাইল লিমিটেড ও জেইসা গ্রুপের শ্রমিকরা কর্মবিরতিসহ বিক্ষোভ করেন। বেলা ১১টার পর ওই কারখানা ছুটি ঘোষনা করেন কর্তৃপক্ষ।

শ্রমিকরা জানান, বৃহস্পতিবার সকালে স্ট্যান্ডার্ড গ্রুপের শামস্ স্টাইল লিমিটেড কারখানার শ্রমিকরা কারখানায় প্রবেশের পর ২য় দিনের মতো মজুরী বোর্ডের ঘোষিত নতুন বেতন কাঠামো বাস্তবায়েনর দাবীতে কর্মবিরতী ও বিক্ষোভ করতে থাকে। একপর্যায়ে সকাল সাড়ে ১০ টার দিকে বিক্ষোব্ধ শ্রমিকরা কারখানা থেকে বেরিয়ে মিছিল নিয়ে পার্শ্ববর্তী জেইসা গ্রুপের সামনে হাজির হয়।

এসময় উত্তেজিত শ্রমিকরা জেইসা গ্রুপে ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকলে কারাখানার শ্রমিকদের ছেড়ে দেন কর্তৃপক্ষ। শ্রমিক বিক্ষোভ ঠেকাতে কারখানা দুটি ছুটি ঘোষনা করেন কর্তৃপক্ষ।

শ্রমিকরা পুনরায় একটি মিছিল নিয়ে পার্শ্ববর্তী পলো গার্মেন্টসের দিকে অগ্রসর হয়। মিছিলের শ্রমিকরা ওই কারখানায় ভাংচুরের চেষ্টা করলে পলো গার্মেন্টস কর্তৃপক্ষ তাদের নিরাপত্তাকর্মীদের দিয়ে শ্রমিকদেরকে ধাওয়া দিলে উভয় পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের কমপক্ষে ১৫ জন শ্রমিক আহত হয়েছে।

বিক্ষুব্ধ শ্রমিকদের সাথে কথা বলে আরো জানা যায়, মজুরী বোর্ডের ঘোষিত বেতন কাঠামো মালিকপক্ষ মেনে না নেয়া পর্যন্ত তারা কাজে যোগ দেবেনা। প্রয়োজনে আরও কঠোর আন্দোলনের মাধ্যমে হলেও নতুন বেতন কাঠামো কার্যকর করতে মালিকপক্ষকে বাধ্য করা হবে।

জানতে চাইলে শিল্প পুলিশ-১ এর পরিদর্শক আব্দুস সাত্তার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সরকার কর্তৃক গঠিত মজুরী বোর্ডের ঘোষিত বেতন কাঠামো মালিকপক্ষ প্রত্যাখান করায় শ্রমিকরা বিক্ষোভ করছে। শ্রমিক অসনেতআষ ঠেকাতে ও পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে দুটি কারখানা ছুটি ঘোষনা করেন কর্তৃপক্ষ। শিল্পাঞ্চলের নিরাপত্তায় সংশ্লিষ্ট এলাকায় অতিরিক্তি পুলিশ মোতায়েন রয়েছে।