শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > সাভারে ভূমিকম্পে গ্যাস লাইন ফেটে অগ্নিকাণ্ড

সাভারে ভূমিকম্পে গ্যাস লাইন ফেটে অগ্নিকাণ্ড

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥
ঢাকা: সাভারে ভূমিকম্পের কাঁপুনিতে গ্যাস লাইন পাইপ ফেটে আগুনে ব্যস্ত রাস্তায় যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায় নবীনগর কালিয়াকৈর সড়কে।
সোমবার ভোর ৫টা ৭ মিনিটে বাইপাইল আবদুল্লাহপুর ও নবীনগন কালিয়াকৈর মহাসড়কের বাইপাইল মোড়ে এ ঘটনা ঘটে। দমকল সূত্র জানায়, ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে সেখানে বিসমিল্লাহ্ আজমেরি প্লাজার সামনে তিতাস গ্যাসের ভূগর্ভস্থ সরবরাহ লাইন ফেটে যায়। সেখান থেকে বের হয়ে আসা গ্যাসের আগুনে আতংক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ডিইপিজেড ফায়ার ষ্টেশনের একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। ডিইপিজেড ফায়ার ষ্টেশনের জেষ্ঠ্য ষ্টেশন কর্মকর্তা হামিদুর রহমান জানান, প্রায় ৩৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ভূমিকম্পের প্রচন্ড কাঁপুনিতে লাইন পাইপ ফেটে এই ঘটনা ঘটতে পারে বলেও জানান তিনি। সড়কের আগুন নিভিয়ে ফেলার পর স্বাভাবিক হয় যান চলাচল।