স্টাফ রিপোর্টার ॥
ঢাকা: সাভারের ঘাসিফদিয়া গ্রামে সেলিম হত্যা মামলায় চার জনের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার (১৪ মার্চ) দুপুরে ঢাকার পঞ্চম অতিরিক্ত জেলা ও দায়রা জজ জুয়েল রানা এ দণ্ড প্রদান করেন।
এছাড়া রায়ে প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ডের অতিরিক্তি ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
আসামিরা হলেন- খুজরত আলী, আব্দুর রউফ, ওয়াজ উদ্দিন ও সেলাম উদ্দিন।
সংশ্লিষ্ট আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট গোলাম দস্তগীর রায় ও সাজার বিষয়টি জানিয়েছেন।
গত ২০০৪ সালের ১৬ জুলাই ঢাকার সাভারের ঘাসিফদিয়া গ্রামের মরিচারটেক খালের পাড় থেকে সেলিমের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সেলিমের বড় ভাই মো. ইসলাম বাদী হয়ে সাভার থানায় মামলাটি দায়ের করেন।